মুহা: সাইফুজ্জামান, স্টাফ রিপোর্টার ।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার আজিমনগর ইউনিয়নে আজিমনগর বাজারে বিএনপির কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারাদেশে ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে উপজেলা আজিমনগর বাজারে এই কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয় ।
ডাঃ মোহাম্মদ জাঈদ খানের সভাপতিতে, মোহাম্মদ মঞ্জু মুন্সির সঞ্চালনায় প্রধান অতিথির হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলার কৃষক দলের সভাপতি মোহাম্মদ সাঈদ হোসেন, অনুষ্ঠানের কৃষকদের সমস্যা নিয়ে বক্তব্য রাখেন, বিএনপি নেতা আওলাদ হোসেন, ফারুক মাতুব্বর, মামুন, নোমান হোসেন, মধু মিয়া, কাওসার, মজিবুর রহমান, আলম মুন্সী, সহ বিভিন্ন নেতৃবৃন্দ। বক্তারা শহীদ জিয়ার কৃষি নির্ভর কৃষিবান্ধব রাজনীতি ও কৃষি কাজের সরকারি ভর্তুকি কৃষকদের পণ্যের ন্যায্য মূল্য, সহ আধুনিক কৃষি যন্ত্রপাতি,কৃষকদের জীবনমান উন্নতির জন্য বিভিন্ন পদক্ষেপের কথা তুলে ধরেন। বক্তারা বলেন কৃষক বাঁচলে দেশ বাঁচবে, দেশ হবে উন্নতি তাই।
সর্বপ্রথম সঠিকভাবে সরকারি ভর্তুকি কৃষকদের মাঝে পৌঁছে দিতে হবে, আগামী নির্বাচনে বিএনপিকে ভোটের মাধ্যমে বিএনপিকে দেশ পরিচালনা করার জন্য, সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান।