ঢাকা   ২৫শে মে, ২০২৫ খ্রিস্টাব্দ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
শিরোনাম :
টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ নারী মাদক কারবারি আটক। ঠাকুরগাঁওয়ে বালিয়াডাঙ্গীর ২২০ বছর বয়সি বিশাল বিস্ময়কর গাছটিতে ঝুলছে থোকায় থোকায় সূর্যপুরী আম । ঠাকুরগাঁওয়ে টাঙ্গন নদীর বুক সোনালী ধানের ফসল । সরিষাবাড়ীতে ইয়াবাসহ ৪ মামলার ওয়ারেন্টভুক্ত আসামী সুভাষ গ্রেপ্তার  নরসিংদীর শিবপুরে ২৩ মামলার আসামি গ্রেফতার। চৌদ্দগ্রামে বিনা পারিশ্রমিকে যানজট নিরসনে স্বীকৃতির প্রশংসাপত্র। পাইকগাছায় সমবায় কর্মকর্তা ও নির্বাচন কমিটির সভাপতি বার্থরমে অবরুদ্ধ-  অদক্ষতায় বন্ধ হলো সমিতির নির্বাচন  সোশ্যাল ইসলামী ব্যাংক পি এল সি ভোটঘর বাজার এজেন্ট আউটলেটের গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে রানীশংকৈলে প্রতিবন্ধী তরুণীকে ধর্ষণ, বিএনপি নেতার সালিসে ৬ হাজার টাকায় রফা ! ঠাকুরগাঁওয়ে ভুট্টার চাষীদের দুশ্চিন্তায় দিন গুনছে, ভারী বর্ষণ কারণে !

নিজের জীবন সুন্দর করে সাজাও

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : বৃহস্পতিবার, অক্টোবর ৩, ২০২৪
  • 77 শেয়ার

নিজেস্ব প্রতিবেদক,

 

আমার-আপনার জীবন সুন্দর কিন্তু নষ্ট করতে বেশি কিছু প্রয়োজন হয় না। একজন আদর্শ বাবা-মা পারে সন্তানকে সৎ ও সাহসী করে গড়ে তুলতে। আপনার যতো কষ্ট হোক বাবা-মা কে কখনও কষ্ট দিবেন না। বাবা-মায়ের পরিশ্রমে প্রতি ফোটা চোখের পানি তোমার জন্য যেন কখনও  অভিশাপ না হয় সে দিকে খেয়াল রাখবেন। কোনো বাবা-মা চাই না তাহার সন্তান কষ্টে জীবন-যাপন করবে ।  আপনার বাবা-মা ও শিক্ষক কে সম্মান করুন। সম্মান করলে সম্মান পাবেন এটাই দুনিয়ার বাস্তবতা ।

গল্প-উপন্যাসের পরিবর্তে যে, আপনার হাতে কুরআন তুলে দিবে- সে আপনার প্রকৃত বন্ধু। যে নিজেও আমল করবে, আপনার জীবনকেও কুরআনের আমল পালন করতে উৎসহ করবে। জীবন কে সাজিয়ে নিও কুরআনের আলোকে। গল্প-উপন্যাস পড়ে গল্প-উপন্যাসের মতো সপ্ন দেখেন না তাহলে জীবন শেষ ।

আপনি এমন কাউকে বন্ধু বানান, যে আপনার মন খারাপের সময় সিগারেটের অফার করার পরিবর্তে আপনার রবের সাথে সম্পর্ক জুড়ে দেবে। যে আপনাকে হারাম পথ থেকে বিরত রাখবে। চিরস্থায়ী শান্তির জন্য ০৫ ওয়াক্ত নামাজে মসজিদের দিকে আহ্বান করবে। আপনি সব সময় যিকির করুন ।  আপনার মন ভালো থাকবে ।

আপনি এমন কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করুন, যে আপনাকে নিয়ে একসাথে জান্নাতের পথে হাঁটতে চায়। আপনাকে নিয়ে ঘুরে বেড়াতে চায় জান্নাতের সালসাবিল ঝর্ণার পাশ দিয়ে। তার সাথেই বন্ধুত্ব করুন, যে আপনাকে ভালোবাসে শুধুই আল্লাহর জন্য। আল্লাহ আপনি আমাকে সহ বিশ্বের সবাইকে ঈমানের সহিত চলার তৌফিক দান করুন ।

বাবা-মার সঙ্গে ইহসান তথা ন্যায়-সঙ্গত আচরণ ও আনুগত্য করা জরুরি। আর এর মাধ্যমেই জান্নাতের নিশ্চয়তা পাবে মুমিন। কেননা সন্তানের প্রধান দায়িত্বই হলো বাবা-মার আনুগত্য করা।  رَبَّنَا ٱغْفِرْ لِى وَلِوَٰلِدَىَّ وَلِلْمُؤْمِنِينَ يَوْمَ يَقُومُ ٱلْحِسَابُ উচ্চারণ : ‘রাব্বানাগফিরলি ওয়ালিওয়ালিদাইয়্যা ওয়া লিলমুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব।’ অর্থ : ‘হে আমাদের রব! যেদিন হিসাব কায়েম হবে, সেদিন আপনি আমাকে, আমার বাবা-মাকে ও মুমিনদেরকে ক্ষমা করে দেবেন।’ (সুরা ইবরাহিম ৪১)

❝আর সুসংবাদ গ্রহণ করো, আল্লাহ সুবহানাহু ওয়া তায়ালা- কিয়ামতের কঠিন দিনে ঐ দুই ব্যক্তিকে আরশের ছায়ার নিচে আশ্রয় দিবেন, যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে❞ (সহিহ বুখারী : ৬৪২১) ।

দোয়া করলে আল্লাহ বান্দাকে কখনোই ফিরিয়ে দেন না। হজরত আবু হুরায়রা (রা:) বর্ণনা করেছেন, নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন, তোমাদের প্রত্যেক ব্যক্তির দোয়া কবুল হয়ে থাকে। যদি সে তাড়াহুড়া না করে আর বলে যে, আমি দোয়া করলাম, কিন্তু আমার দোয়া তো কবুল হলো না। (বুখারি ৬৩৪০, মুসলিম ২৭৩৫)

 

আল্লাহ কবর বাসীকে জান্নাতের উচ্চ মাকাম দান করুন ।

 

সম্পাদক- 

ইঞ্জিনিয়ার: মো: আল-আমিন মোল্যা

দৈনিক মুক্তি সমাচার । 

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪