ঢাকা   ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
বগুড়া জেলাধীন মোকামতলা ৮৫২ গৃহ নির্মাণ ফেডারেশন এর নবনির্বাচিত কমিটি গঠন ৪৯২ বোতল ফেন্সিডিল সহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার  কিশোরগঞ্জে শহীদ জিয়া পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত নিখোঁজের ৪ দিন পর পুকুর থেকে ৫ বছরের শিশুর ভাসমান লাশ উদ্ধার সিটি ও ঢাকা কলেজের সংঘর্ষ হয়ে আহত ঢামেকে ৩২ জন ঈশ্বরদীতে এসডি টেলিভিশন ২য় তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত  কুড়িগ্রাম ভূরুঙ্গামারীতে ভটভটি গাড়ির ধাক্কায় এক প্রতিবন্ধী কিশোর নিহত  কুষ্টিয়ায় ডাকাতির সময় মা-ছেলেকে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড ১৬ বছর আওয়ামী লীগের দুঃশাসনের কথা আমরা বলতে পারিনি মোঃ সেলিম রেজা সিরাজগঞ্জের শাহজাদপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড

নান্দাইলে সন্ত্রাসী তানভীর এর বিরুদ্ধে গ্রামবাসীর সংবাদ সম্মেলন

MD: Habibullah 164
  • প্রকাশিত : বুধবার, নভেম্বর ২০, ২০২৪
  • 10 শেয়ার

হৃদয় হাসান,  ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো চীফ:

 

ময়মনসিংহের নান্দাইলের চন্ডিপাশা ইউনিয়নের ধুরুয়া গ্রামের উসমান খাঁ এর পুত্র ওয়াহিদুজ্জামান তানভীর ওরফে অস্ত্র তানভীরের অত্যাচার নির্যাতন ও মিথ্যা মামলার দিয়ে সাধারণ মানুষকে হয়রানির প্রতিবাদে স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে সংবাদ সম্মেলন, প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেন।

এসময় গ্রামবাসীর পক্ষে স্থানীয় ইউপি সদস্য মো. মাহফুজুল বারী খসরুর লিখিত অভিযোগের বর্ণনা দেন এবং পড়ে শুনান এইচএম মিজান। বুধবার (২০ নভেম্বর) সকাল ১১ টায় ধুরুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে স্থানীয় এলাকাবাসীর আয়োজনে সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা জানান- ওয়াহিদুজ্জামান তানভীর নান্দাইল থানা সহ বিভিন্ন থানায় অস্ত্র ও ধর্ষণ মামলার চার্জশীট ভুক্ত আসামী।

গত সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মিছিলে আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আতঙ্ক সৃষ্টি করে। চন্ডিপাশা এলাকার চা বিক্রেতা জুয়েল মিয়াকে হামলা করে একটি পা পঙ্গু করে দিয়েছে। এছাড়াও তার চাচা নজরুল ইসলাম কে মারধর করে হাত ভেঙ্গে দিয়েছে। এদিকে স্থানীয় সাংবাদিক ও তাদের পরিবারের সদস্যের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। জুয়া, মাদক, নারী ধর্ষণ, এলাকার সাধারণ মানুষদের নির্যাতন সহ এমন কোন কাজ বাকী রাখেনি বলে জানান তারা।

এছাড়াও কাটলিপাড়া গ্রামের সুজন সরকার, রসুলপুর গ্রামের হেলাল মিয়া ও আব্দুল হেলিম, ধুরুয়া গ্রামের রফিকুল ইসলাম, আজিজুল হক, মতি মিয়া সহ অনেক ব্যক্তিকে মারপিট করে হত্যার চেষ্ঠা করে। এসময় আরও বক্তব্য রাখেন- ইলিয়াস উদ্দিন ফকির রঞ্জু, জসিম উদ্দিন, জুয়েল মিয়া, নজরুল ইসলাম সহ প্রমুখ।

প্রতিবাদ শেষে চার শতাধিক গ্রামবাসী  ওয়াহিদুজ্জামান তানভীর ওরফে অস্ত্র তানভীর কে দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার দাবী জানান। এ বিষয়ে ওয়াহিদুজ্জামান তানভীরের মোবাইল ফোনে একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি। নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ আহমেদ বলেন- তানভীরের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। পুলিশ তাকে খুঁজতেছে।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪