ঢাকা   ২২শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ । ৬ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ
শিরোনাম :
দুর্গাপুরে সংবাদ সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার সাংবাদিক হবিগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম বাবুলের রোগ মুক্তি কামনায় চুনারুঘাট উপজেলা ও পৌর যুবদলের দোয়া মাহফিল। হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন একই পরিবারের- ০৪ জন দৈনিক রূপালী বাংলাদেশ” নতুন রূপে প্রকাশিত হওয়ায় চুনারুঘাটে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত জৈন্তাপুর মডেল উচ্চ বিদ্যালয়ে শ্রেনী কক্ষের সংকট বিশালপুর ইউনিয়নের মৎস্যজীবী দলের কমিটি প্রকাশ কুষ্টিয়ায় দখলবা‌জি-চাঁদাবা‌জি নি‌য়ে জেলা বিএন‌পির ক‌ঠোর হুঁশিয়ারি নতুন দুই সভাপতি পেল ইবির দুই বিভাগ জকিগঞ্জে ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধিদের অপসারণ না করার দাবিতে স্মারকলিপি প্রদান ও মানববন্ধন বগুড়ার গাবতলীতে ট্রেনে কাটা পড়ে মহিলার মৃত্যু- ০১

ঢাকা মহানগর দায়রা জজ বিশেষ আদালতের পিপি হলেন অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন

Dainik Muktir Songbad
  • প্রকাশিত : শুক্রবার, অক্টোবর ১৮, ২০২৪
  • 23 শেয়ার

মেহেন্দিগঞ্জ প্রতিনিধি: মোঃ আতিকুর রহমান,

 

ঢাকা মহানগর দায়রা জজ বিশেষ আদালত-৪ পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেহেন্দিগঞ্জের কৃতি সন্তান অ্যাডভোকেট এম হেলাল উদ্দিন। তিনি আইনজীবী ফোরাম কেন্দ্রীয় আহবায়ক কমিটির সদস্য, আইনজীবী ফোরাম ঢাকা বার এর যুগ্ম সম্পাদক। জিয়া পরিবার ও দৈনিক দিনকাল পত্রিকা অফিসের প্যানেল আইনজীবী।

সাবেক ছাত্র নেতা ও যুবদল নেতা। জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য বরিশাল উত্তর জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চানপুর ইউনিয়নের কোলচড়ী গ্রামের মৌলভী মোঃ জালাল আহমেদ এবং ফিরুজা আহমেদ এর সুযোগ্য সন্তান ।

আ্যডভোকেট এম হেলাল উদ্দিন আইনজীবী হিসেবে ২০০৯ সালে ইনকাম টেক্সের এডভাইজার হিসাবে যোগদান করেন। ২০১৩ সালে ঢাকা বারে যোগদান করেন।আইনঅঙ্গনে অত্যন্ত সুনামের সাথে তিনি কাজ করেছেন । পিপি হিসেবে নিয়োগপ্রাপ্ত হওয়ার পর তার কর্ম জীবনে নতুন মাত্রা যোগ হলো। তিনি একজন সুদক্ষ সুযোগ্য আইনজীবী । তার এই নিয়োগে বিচারাঙ্গনে শুভাকাঙ্খীদের মাঝে এক অভূতপূর্ব সাড়া পড়েছে । এই নিয়োগ প্রাপ্ত হওয়ায় তিনি আইনমন্ত্রণালয়, এটর্নিজেনারেল সহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন ।

সোমবার রাতে আইন মন্ত্রণালয়ের সলিসিটর অনুবিভাগ (জিপি–পিপি শাখা) এই নিয়োগের প্রজ্ঞাপন প্রকাশ করে। মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে মহানগর দায়রা জজ বিশেষ আদালতের প্রধান সরকারি কৌঁসুলি (পিপি) হিসেবে নিয়োগ পেয়েছেন এম হেলাল উদ্দিন। খুশির সংবাদটি ছড়িয়ে পড়ার সাথে সাথে তার নিজ এলাকার ভক্ত অনুসারী এবং স্বজনদের মধ্যে আনন্দ উল্লাস করতে দেখা গেছে। প্রতিক্রিয়া জানিয়ে নিজ এলাকার সাধারণ মানুষ বলেন, একের পর এক মানবিক কাজ করে অসহায় দরিদ্র মানুষদের আপন করে নিয়েছেন হেলাল উদ্দিন। তার প্রতি সর্বস্তরের মানুষের দোয়া ও ভালোবাসা রয়েছে। বরিশাল ৪ (হিজলা-মেহেন্দিগঞ্জ)’র মানুষ যেসব কীর্তিমান সন্তানকে নিয়ে গর্ব করতে পারে বিএনপি নেতা হেলাল উদ্দিন তাদের অন্যতম। এ কর্মবীর মানুষটি জীবনের প্রতিটি কাজে রেখেছেন অসাধারণ অবদান।

জীবনের প্রথম দিক থেকেই তিনি রাজপথের লড়াকু সৈনিক হিসাবে কাজ শুরু করেন। নিজ জন্মভূমিতে কুয়েতি সংস্থার মাধ্যমে পাকা মসজিদ নির্মাণ, ঈদে অসহায় ও দুস্ত পরিবারের মাঝে মাংস বিতরণ, শাড়ি, লুঙ্গি, সেমাই, চিনি বিতরণ কার্যক্রম চালিয়ে আসছেন। এছাড়াও অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা ব্যবস্থা করা এবং দরিদ্র ও ক্ষুদ্র ব্যবসায়ীদের দোকানের মালামাল কিনে দিয়ে মানবসেবার দৃষ্টান্ত দেখিয়ে চলছেন। কর্মগুণে খুব সহজেই তিনি নিজ এলাকার সর্বস্তরের মানুষের কাছে প্রিয়জন হিসাবে পরিচিতি লাভ করেন। বিএনপির রাজনীতিতে একজন মানবিক কর্মী হিসাবে যেন আগমন। নিজ এলাকার বঞ্চিত, অবহেলিত, শোষিত মানুষের সঙ্গে একাত্ম হয়ে কাজ করায় সব পরিসরের মানুষের মাঝে গ্রহণযোগ্যতা অর্জন করেন হেলাল উদ্দিন। হেলাল উদ্দিন বলেন, এই সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি দেশমাতা বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, এটনী জেনারেল ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম নেতৃবৃন্দের প্রতি।

এ সম্পর্কিত আরো সংবাদ
© স্বত্বাধিকার সংরক্ষিত ২০২৪