মোহাম্মদ নুরুল আবছার, খাগড়াছড়ি জেলা প্রতিনিধি:
ডিসেম্বর মানে বাঙালি জাতির মুক্তির মাস, ডিসেম্বর মানে বাঙালি জাতির বিজয়ী উদযাপনের মাস । ২০২৪ সালের ডিসেম্বর মাসে বাঙালি জাতির গৌরবময় দুটি দিবস রয়েছে।
একটি ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। যেদিন পাকিস্তানি হানাদার বাহিনী তাদের নিশ্চিত পরাজয় বুঝতে পেরে বাঙালি জাতির সূর্য সন্তানদের হত্যার মাস্টার প্লান নিয়ে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বুদ্ধিজীবীদের হত্যা করে। বাংলাদেশকে মেধাশূন্য করার হীনা প্রচেষ্টা চালায়।এবং দেশের বিভিন্ন প্রান্তে অসংখ্য বুদ্ধিজীবীদের কে হত্যা করে। আরেকটি হলো বাঙালি জাতির দাসত্বের চির মুক্তির দিবস তথা বিজয় দিবস।
যা অর্জিত হয় ১৬ই ডিসেম্বর। এই দুটি দিবস সুন্দরভাবে উদযাপনের জন্য খাগড়াছড়ি জেলায় জেলা প্রশাসক কার্যালয়ে প্রস্তুতিমূলক মিটিং অনুষ্ঠিত হয়। উক্ত মিটিংয়ে সভাপতিত্ব করেন খাগড়াছড়ি জেলার সম্মানিত জেলা প্রশাসক শহীদুজ্জামান সাহেব। আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলার ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত পরিচালক জনাব খলিলুর রহমান সাহেব সহ অন্যান্য সরকারি কর্মকর্তা কর্মচারীগণ।