কলমে: শামসুন্নাহার সুমা
আট বছরের ছোট্ট বোন
শিশু আছিয়া
বোনের বাড়ি বেড়াতে গিয়ে
হলো ধর্ষিতা।
নরপিশাচ দুলাভাই আর
তাঁরই বাবা- ভাই
বেড়াতে আসা আছিয়াকে
করল চির বিদায়।
মুখ চেপে রেখে নরপশু দুলাভাই
করল কেটে ধর্ষণ
ব্যাথায় কাতর হওয়া আছিয়া
মেঝেতে লুটায়ে পড়ে
রইল অচেতন।
ছাড় দিলনা তবু তার
নরপিশাচ দুলাভাই
করল হত্যার চেষ্টা
যার প্রমাণ তার গলে রয়।
কত কথা ছিল বুকে জমা
হইলনা আর কারেও বলা
কত স্বপ্ন ছিল বোনের আমার
গড়বে জীবন হাসি খেলার
সব শেষ করে দিল তার
জানোয়ার দুলাভাই।
পাঁচদিন ধরে ছটপট করে
কাতরিয়ে কাতরিয়ে আইসিউতে
নিথর হয়ে রইল পড়ে আজ
তার দেহাবশেষ
নিভে গেল জীবনপ্রদীপ
স্বপ্ন হইল শেষ।
হাজার কষ্ট শয়ে হইল ধর্ষিতার
জীবন অবসান
তবু ধর্ষকের নাহি হইল
মৃত্যু কার্যকর।