ডোমারের যমুনা ডায়াগনস্টিক সেন্টারকে সাময়িক বন্ধ ঘোষণা

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মার্চ ১২, ২০২৪

ডোমারের যমুনা ডায়াগনস্টিক সেন্টারকে সাময়িক বন্ধ ঘোষণা আব্দুর রশিদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:

প্রয়োজনীয় কাগজপত্র না থাকা সহ সেবাগ্রহীতার জীবন বিপন্নকারী কর্মকাণ্ডের দায়ে নীলফামারীর ডোমার উপজেলার যমুনা ডায়াগনস্টিক সেন্টারকে পরবর্তী নির্দেশ না দেওয়া অব্ধি সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার (১২ই মার্চ) দুপুরে উপজেলার গোমনাতী ইউনিয়নের আমবাড়ী এলাকায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ রায়হান বারীর নেতৃত্বে যমুনা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালিত হয়।

অভিযান চলাকালে প্রতিষ্ঠানটি পরিচালনায় প্রয়োজনীয় কাগজপত্র না থাকা সহ নিয়োগকৃত মেডিকেল অফিসার, টেকনোলজিস্ট, নার্স ও অন্যান্য ব্যক্তিবর্গের উপস্থিত না থাকা সহ সেবাগ্রহীতার জীবন বিপন্নকারী কর্মকান্ডের অপরাধে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটিকে সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়।

এসময় আরও উপস্থিত ছিলেন—ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (ডিজিজ কন্ট্রোল) ডাঃ মোঃ কামরুল হাসান নোবেল, স্বাস্থ্য পরিদর্শক (ইনচার্জ) ও স্যানিটারি ইন্সপেক্টর মোঃ আল-আমিন রহমান প্রমুখ।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com