কবিতার আকুতি

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মার্চ ১০, ২০২৪

কবিতার আকুতি আমি কবিতা কবিদের প্রাণের সবিতা কবি বিনে লিখে না মোরে, সাধারণে- ধরে না ছোঁয় না আমা থেকে থাকে অনেক দূরে। আমি মিশে থাকি রাজনীতিতে মিশে থাকি নৈতিক বোলিতে আমি জ্ঞানীদের বাণী মজ্ঞিল শায়েরের কলম দানিতে। আমায় নিয়ে যত অপব্যবহার অসাধু মনের ভাবনাতে, আমি পবিত্র মহা- সত্য মহা জ্ঞানীদের মহৎ কল্পনাতে। হে কবি! আমায় লিখো সত্য,সুন্দর স্বচ্ছ, ও সাম্যের পথে আমার মূল্য দিবে কি ভন্ডরা!! আমি যেনো কথা বলি, সদা চলি বিপ্লব আনি বিজয় ছিনি কলমের আঁচরেতে ভিতরে-বাহিরে অন্তরা। দুষ্টরাও করে দুষ্টুমি রুচিভেদ কল্পে - নাস্তিকতায় করে ব্যবহার, আমি হতে চাই মনের ভাষা, মনের খোরাক দেশ- মা ' মাটি ও মানুষ মৃত্তিকার। হে কবি! লিখতে বসো পুতধ্যানে আমি কবিতা বলছি, আমার আকুতি একটাই তোমাদের হিংসার অনলে আমি কেনো জ্বলছি?   কবি: এ এস এম সাদেকুল ইসলাম রচিত

যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com