নারায়ণগঞ্জের বন্দর মদনপুর ঢাকা সংযোগ সড়ক ট্রাক দুর্ঘটনায় ৮ কিলোমিটার যানজট, জনদুর্ভোগ চরমে !
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মে ১৮, ২০২৫

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় মদনগঞ্জ থেকে মদনপুর পর্যন্ত হাইওয়ে সড়কে প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। জানা গেছে, দিবাগত রাত ৩টার দিকে বাগবাড়ি এলাকায় দুটি ট্রাক দুর্ঘটনায় পড়ে। দুর্ঘটনার ফলে রাস্তার একটি বড় অংশ অবরুদ্ধ হয়ে যায়, যা দীর্ঘ সময় ধরে যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেয়।
ভোর হতে না হতেই নবীগঞ্জ থেকে শুরু করে বন্দরের বিভিন্ন সড়কে গাড়ির দীর্ঘ সারি দেখা যায়। স্কুল, অফিসগামী মানুষসহ সাধারণ যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। বিশেষ করে নারী, শিশু ও বৃদ্ধ যাত্রীরা সবচেয়ে বেশি ভোগান্তির শিকার হন।
স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেছেন, এই সড়কটি দীর্ঘদিন ধরেই বেহাল অবস্থায় রয়েছে। খানা-খন্দে ভরা রাস্তার কারণে প্রায়ই ছোট-বড় দুর্ঘটনা ঘটে থাকে। কিন্তু এত বড় যানজট দীর্ঘদিন পর দেখা গেল।
বাগবাড়ি এলাকার বাসিন্দা মো. রফিকুল ইসলাম বলেন, "রাস্তাটি নিয়মিত মেরামত না হওয়ায় আজ এই ভোগান্তির শিকার হতে হচ্ছে। দুর্ঘটনার পরও দীর্ঘ সময় ধরে উদ্ধার কাজ শুরু হয়নি।"
স্থানীয় প্রশাসন ও ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানা গেছে, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি সরাতে ক্রেন আনার ব্যবস্থা করা হয়েছে এবং যানজট নিরসনে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
এদিকে এলাকাবাসী দ্রুত রাস্তার সংস্কার ও যান চলাচলের স্বাভাবিকতা ফিরিয়ে আনার দাবি জানিয়েছে। তারা বলেন, এটি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এর দ্রুত সংস্কার না হলে এমন ভোগান্তি বারবার পোহাতে হবে।
যোগাযোগ: হয়বতপুর, নাটোর।