ইঞ্জিঃ তুহিনের নিজ জন্মস্থানে আগমন ঘিরে ডোমারে গনসংর্বধনা ও জনসমাবেশ

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মে ১৮, ২০২৫

ইঞ্জিঃ তুহিনের নিজ জন্মস্থানে আগমন ঘিরে ডোমারে গনসংর্বধনা ও জনসমাবেশআব্দুর রশিদ, ডোমার (নীলফামারী) প্রতিনিধি:    

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগনে, জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য প্রকৌশলী শাহরিন ইসলাম চৌধুরী তুহিন দীর্ঘ ১৮ বছর পর নিজ মাতৃভূমি ডোমারে আগমন উপলক্ষে গনসংর্বধনা ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১৭ই মে) বিকালে উপজেলার ডোমার বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে এ গনসংর্বধনা ও জনসমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সাবেক সভাপতি ও নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন।

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোজাফ্ফর  আলীর সঞ্চালনয় উপজেলা বিএনপির সভাপতি রেয়াজুল ইসলাম কালুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন-বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আব্দুল খালেক।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ মাসুদ বিন আমিন সুমনের উপস্থাপনায় উপস্থিত ছিলেন- বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি আ.খ.ম. আলমগীর সরকার,সাধারণ সম্পাদক জহুরুল আলম,জেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক রায়হানুল হক প্রধান ইউসুফ, পৌর বিএনপি সভাপতি আনিছুর রহমান, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন চৌধুরী, পৌরসভার সাবেক মেয়র মনছুরুল ইসলাম দানু প্রমুখ সহ উপজেলা বিএনপির সকল সহযোগী সংগঠনের সভাপতি/সম্পাদক বৃন্দ।

বক্তব্যে ইঞ্জিনিয়ার তুহিন বলেন, "দেশের গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা এবং জনগণের ভোটাধিকার রক্ষায় বিএনপির সংস্কার প্রস্তাব অত্যন্ত সময়োপযোগী। জনগণের আন্দোলনেই দেশে সুষ্ঠু নির্বাচন ও জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠিত হবে।"

গণসংবর্ধনা অনুষ্ঠানে নেতাকর্মীরা ইঞ্জিনিয়ার তুহিনকে ফুল ও সম্মাননা স্মারক দিয়ে শুভেচ্ছা জানান। তাঁর আগমন ঘিরে পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয় এবং হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ সমাবেশস্থলে উপস্থিত হন।

উল্লেখ্য, জিয়া পরিবারের অন্য সদস্যদের মতো ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিনও রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে জেল-জুলুমের মুখোমুখি হন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মতো তাকেও দেশ ছাড়তে বাধ্য করা হয়। দীর্ঘ দেড় দশক লন্ডনে কাটিয়ে গত ২২ এপ্রিল তিনি দেশে ফেরেন। দেশে ফিরেই আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করলে, তা নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর দেশব্যাপী প্রতিবাদ ও আন্দোলনের মুখে তিনি জামিন পান এবং কারাগার থেকে মুক্ত হন। মুক্তির পর দীর্ঘ ১৮ বছর পর তিনি নিজ জন্মস্থান ডোমারে ফিরে আসেন।

এর আগে সৈয়দপুর বিমানবন্দরে নেমে সৈয়দপুর জেলা বিএনপির আয়োজন একটি গণ সংবর্ধনা ও সমাবেশ পরবর্তীতে নীলফামারীতে জেলা বিএনপি আয়োজনে একটি গণসংবর্ধনা ও সমাবেশে অংশগ্রহণ করেন তিনি।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।