ব্যক্তিগত কারণ দেখিয়ে সিলেট জেলা সংগঠক থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন রেদওয়ান রাফি।

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মে ৯, ২০২৫

ব্যক্তিগত কারণ দেখিয়ে সিলেট জেলা সংগঠক থেকে পদত্যাগ পত্র জমা দিয়েছেন রেদওয়ান রাফি।

আব্দুস শহীদ শাকির,জকিগঞ্জ সিলেট। 

জকিগঞ্জের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম নেতা,সিলেট জেলা সংগঠক রেদওয়ান আহমদ রাফি ব্যক্তিগত কারণ দেখিয়ে শুক্রবার (০৯ মে) বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সিলেট জেলা শাখার আহবায়ক বরাবর পদত্যাগ পত্র জমা দিয়েছেন।

তিনি জকিগঞ্জ পৌরসভার ৩নং ওয়ার্ডের পশ্চিম আনন্দপুর গ্রামের ফয়জুর রহমানের ছেলে।

তিনি এক ফেইসবুক স্ট্যাটাসে বলেন, আপনাদের সাথে এই পর্যন্তই আমার যাত্রা।সেই শুরু থেকে আমি আমার সর্বোচ্চটুকু এই সংগঠনের নিচে ব্যায় করতে চেয়েছি।টাকা/মেহনত যে সময় যা লাগে আমি আমি ব্যায় করেছি। কখনো নিজের স্বার্থ অন্বেষণে ব্যাস্ত হইনি।নিজের শক্তি দেখিয়ে অনেকের উপকার করার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন,সবকিছুর উর্ধ্বে আমি মানুষ আমার ভুল আছে স্বীকার করি এবং এটাও স্বীকার করি আমি দায়িত্বশীল হিসাবে শুরুর দিকে যেমন ভূমিকা রেখেছিলাম তা এখন রাখতে পারিনি।আমাকে ক্ষমা করে দিবেন।একজন সাধারন শিক্ষার্থী হিসাবে সবসময় এই সংগঠনের পাশে থাকবো ইনশাআল্লাহ।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।