ইমাম হাফিজ ক্বারী আবুল হোসেন প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনা

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মে ৬, ২০২৫

ইমাম হাফিজ ক্বারী আবুল হোসেন প্রবাস গমন উপলক্ষে সংবর্ধনাসুমন আহমদ, সিলেট প্রতিনিধি:    

সুনামগঞ্জে দোয়ারাবাজার উপজেলার ২নং নরসিংপুর ইউনিয়নের ৩নং ওয়াডের্র নাছিমপুর উত্তর পাড়া আল-জান্নাহ জামে মসজিদ এর ইমাম ও খতিব হাফিজ ক্বারী আবুল হোসেনের সৌদি আরব গমন উপলক্ষে মসজিদ কমিটি'র পক্ষ থেকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান হয়।

০২-০৫-২০২৫ মে শুক্রবার জুমার নামাজের পর মসজিদের ভিতরে মাওলানা ফয়জুল ইসলাম আকদ্দুস এর সঞ্চালনায় এবং মজমদর আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ আশিকুর রহমান, সহকারী অধ্যাপক সৈয়দপুর শামছিয়া ফাজিল মাদ্রাসা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাওঃ ফয়জুল ইসলাম আকদ্দুস, সহকারী শিক্ষক নরসিংপুর আদর্শ হাফিজিয়া দাখিল মাদ্রাসা। মাওলানা আক্তার হুসেন, সুপার নাছিমপুর বাজার দাখিল মাদ্রাসা।আরও উপস্থিত ছিলেন, মাওঃ আমিনুর রহমান লতিফী, ইমাম ও খতিব নাছিমপুর বাজার কেন্দ্রীয় জামে মসজিদ। মাওঃ আমির উদ্দিন বর্তমান ইমাম ও খতিব অত্র জামে মসজিদ। জনাব মোঃ তেরাব আলী মুতাওয়াল্লী অত্র জামে মসজিদ, জনাব জুয়েল আহমদ, সদস্য সচিব গনঅধিকার পরিষদ দোয়ারা বাজার উপজেলা। ছাতক অনলাইন প্রেসক্লাবের সাংবাদিক মেহেদি হাসান। সুমন আহমদ, মসজিদ কমিটির সিরাজ আহমদ, মোঃ সিতাব আলী, মোঃ লেখন্দর আলী, মোঃ সালেহ আহমদ, মোঃ আফরোজ আলী, মোঃ হেকিম মিয়া, মোঃ রফিক মিয়া প্রমুখ।

   

সর্ব শেষ মোনাজাতের মাধ্যমে সমাপ্তি


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।