কবিতা: শ্রমিকের কান্না

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মে ২, ২০২৫

কবিতা: শ্রমিকের কান্না

কলমে: শামসুন্নাহার সুমা

শ্রমিক ছাড়া চলেনা কারো দিন তবুও দেয়না মূল্য তাদের অবহেলায় যায় চিরদিন।

যারা দিনরাত পেটের দায়ে হাড়ভাঙা করে পরিশ্রম তাদের হাতেই তৈরি হয় নানান পোশাক পরিচ্ছদ।

শ্রমিকের পরিশ্রমের ফল ভোগ করে মালিকগণ দেশ- বিদেশে রপ্তানি করে গড়ে আরাম-আয়েশের রাজপ্রাসাদ।

কলকারখানায় শ্রম দেয় যারা সময় পাইনা সারাক্ষণ তারা নেই কোন ঘুম বিশ্রাম দিনরাত কাজে দেয় শ্রম।

তাদের ন্যায্য পারিশ্রমিকের দাবিতে রাস্তায় নামলে বুলেট ধরে তাদের বুকে নবীর বানী মানো যদি শ্রমিকের ঘাম শুকানোর পূর্বেই দাও তাদের পারিশ্রমিক।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।