বাউবি ” ডাক দিয়ে যাই ” সংগঠনের উদ্বেগে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: এপ্রিল ২৬, ২০২৫

বাউবি ” ডাক দিয়ে যাই ” সংগঠনের উদ্বেগে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানআনোয়ার হোসেন রকি, স্টাফ রিপোটার্স (চট্টগ্রাম):    

বাউবি "ডাক দিয়ে যাই" চট্টগ্রাম অঞ্চলের সাধারন সম্পাদক পারভেজ খানের নের্তৃত্বে ও বিজয় স্বরনী কলেজ ও বিশ্ববিদ্যালয়ে সংগঠনের প্রোভিপি মো: হানিফের পরিচালনায় এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান।

প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ জনাব শিব শংকরশীল, প্রধান আলোচক সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের সভাপতি জনাব ফরহাদ হোসেন, বিশেষ অতিথি সম্মানিত শিক্ষক শহিদুল্লাহ আজাদ, আমিনুল ইসলাম,মুজিবুল হক, রওশন আক্তার, রফিকুল আলম, নুরুল আনোয়ার, ও হাসানী। অতিথি ছিলেন সংগঠনের চট্টগ্রাম অঞ্চলের সাংগঠনিক সম্পাদক আশরাফুল ইসলাম সাকিল, প্রচার সম্পাদক ও কলেজের উপদেষ্টা মো: রুবেল, বিএ/বিএসএস প্রোগ্রাম বিষয়ক সম্পাদক ও কলেজের ভিপি মেরাজ হোসেন,আরিপ, মামুন, নয়ন। অনুষ্ঠানে কলেজের এইচএসসি ১ম ও ২য় বর্ষের শিক্ষার্থী ও "ডাক দিয়ে যাই" সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রচার সম্পাদক ও কলেজ উপদেষ্টা মো. রুবেল বলেন আমরা বাউবি "ডাক দিয়ে যাই " সর্বদাই বাউবি ছাত্রদের অনুপ্রেরণা ও উৎসাহের প্রতীক হিসেবে কাজ করে আসছি, ইনশাআল্লাহ সামনে আমরা আরো ব্যাপক হারে এগিয়ে যাবো।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।