ফিলিস্তিনিদের উপর ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: এপ্রিল ৭, ২০২৫

ফিলিস্তিনিদের উপর ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল।মোঃ মেহেদী হাসান,সিরাজগন্জ।  

আজ ৭ ই এপ্রিল সিরাজগন্জের শাহজাদপুরে ফিলিস্তিনিদের উপর চলমান ইসরাইলি আগ্রাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে ছাত্র জনতা এবং দল মত নির্বিশেষে বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই মিছিলে অংশগ্রহণ করেন।

বিক্ষোভকারীরা ইসরাইলের বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে এই আগ্রাসন বন্ধের দাবি জানান। মিছিলটি শাহজাদপুর সরকারি পাইলট মডেল হাই স্কুল থেকে শুরু হয়ে শহর ঘুরে উপজেলা চত্বরে গিয়ে শেষ হয়।

বিক্ষোভে বক্তারা বলেন,গাজায় শিশু, নারী ও সাধারণ মানুষের উপর যে হত্যাযজ্ঞ চালানো হচ্ছে, তা মানবতার বিরুদ্ধে অপরাধ। আন্তর্জাতিক সম্প্রদায়কে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে, বক্তারা বিশ্বের সমগ্র মুসলিম জাতিকে একতাবদ্ধ হয়ে ফিলিস্তিনিদের উপর ইসরাইলের এই অমানবিক হত্যাযজ্ঞের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।উক্ত মিছিলের স্লোগান ছিল  ফিলিস্তিনিদের পক্ষে বর্বরতার বিরুদ্ধে

এই সময় অংশগ্রহণকারীরা হাতে প্ল্যাকার্ড, ব্যানার ও ফিলিস্তিনের পতাকা বহন করেন এবং বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন।

বিক্ষোভ শেষে উপজেলা চত্তরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়, যেখানে ইসরাইলি আগ্রাসনের বিরুদ্ধে আরও জোরালো আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।