ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল। 

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: এপ্রিল ৭, ২০২৫

ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে যশোরে বিক্ষোভ মিছিল। মো:সাদ্দাম হোসেন ইকবাল,যশোর জেলা প্রতিনিধি।   

ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে সারাদেশের মতো ফুঁসে উঠেছে যশোরের সর্বস্তরের মানুষ।

সোমবার (৭ এপ্রিল) সকালে যশোর শহরের দরাটানা থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুণরায় দরাটানা মোড়ে গিয়ে ঘণ্টাব্যাপী সমাবেশের মাধ্যমে বিক্ষোভ প্রদর্শন করে।

জনসাধারণের ব্যানারে প্রতিবাদ সমাবেশে সাধারণ শিক্ষার্থীর পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক,ছাত্র, নার্স, মসজিদের ইমাম, রাজনৈতিক দলের নেতা কর্মীরা সহ সাধারণ মানুষ যোগ দেন।

মিছিলের আগে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন লেখক ও গবেষক বেনজিন খান ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সমন্বয়কারী রাশেদ খান।

সমাবেশে বক্তারা বলেন, ইসরায়েল গাজা ও রাফা সীমান্তে গুলি ও বোমা বর্ষণ করে ফিলিস্তিনিদের হত্যা করছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। পশ্চিমা বিশ্ব একদিকে মানবতার কথা বললেও, অন্যদিকে ফিলিস্তিনে এই নিপীড়নের বিরুদ্ধে তারা নিরব ভূমিকা পালন করছে।

বক্তারা অবিলম্বে ইসরায়েলি গণহত্যা বন্ধের আহ্বান জানান। পাশাপাশি সমস্ত পশ্চিমা পণ্য আজ থেকে বয়কোটের ঘোষণা করা হয় এই সমাবেশ থেকে।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।