আমার জন্য লিখো

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: এপ্রিল ৫, ২০২৫

আমার জন্য লিখো

লেখক: নূর ফরিদ 

 

তুমি একটা কবিতা লিখো আমার জন্য, যেই আমাকে তুমি চেনো জানো সেই আমাকে লিখো। জানি, আমাদের এক সাথে থাকা হবে না কখনো, তবুও লিখো, আমাদের উপাখ্যান ইতিহাসের পাতায় থাকার জন্য লিখো।

তুমি তো জানো তোমার একটু ভালবাসায়, আমি সুখের সমুদ্রে ভাসি। আবার তোমার দেয়া সামান্য কষ্টে, আমি যেন জাহান্নামের আজাবে ভোগী।

তোমার কি ইচ্ছে করে না? আমাকে চোখের সামনে রাখতে, তোমার অস্তিত্বের সাথে মিশিয়ে নিতে। আমার যে খুব ইচ্ছে করে তোমার নিঃশ্বাসের উষ্ণতায় পুড়তে।

তোমার কাছে আমার গুরুত্ব কতটুকু, প্রতি পদে পদে তুমি আমাকে তা বুঝিয়ে দাও। আমার ঘুম কেড়ে নিয়ে যদি তুমি সুখি হও, তবে এমনটাই হোক। তোমায় ছাড়া না-হয় আমার মরণই হবে।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।