৩১ বার তোপধ্বনির মাধ্যমে ২৬ এ মার্চ মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস-২০২৫ এর শুভ সূচনা।
Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মার্চ ২৭, ২০২৫

বগুড়া জেলাধীন শিবগঞ্জ উপজেলায় প্রতি বছরের ন্যায় এই বছরেও ২৬ এ মার্চ মহান স্বাধীনতা দিবস উৎযাপন করা হয় দিনটি শুরু হয় শহীদ মিনারে ফুল দেওয়ার মাধ্যমে।
সূর্যদয়ের সময় শহীদ মিনারে উপজেলা নির্বাহী অফিসার জনাব জিয়াউর রহমান, সহকারী কমিশনার ভূমি জনাব তাসনিমুজ্জামান ও অফিসার ইনচার্জ জনাব শাহিনুজ্জামান মিলে ফুল দিয়ে শুভ উদ্বোধন করেন।
এর পর বৈষম্য বিরূধি শিক্ষার্থী বিএনপির নেতৃবৃন্দ সংবাদকর্মী সহ সাধারণ মানুষ শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি সন্মান প্রদর্শন করেন।এর পর আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তলন ও জাতীয় সংগীত পরিবেশন করা হয়।
এবং বেলা ১২ টায় মহান স্বাধীনতা দিবস উপলক্ষে শিশুদের মধ্যে মুক্তিযুদ্ধ ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা হয়।পরিশেষে বেলা ৩ ঘটিকায় যাদের রক্তের বিনিময়ে বাঙালীরা স্বাধীন ও সার্বভৌমত্ব দেশ পেয়েছে সে মহান বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও ইফতার পরিবেশন এর মধ্যে দিয়ে দিনটির সমাপ্তি ঘটে।
যোগাযোগ: হয়বতপুর, নাটোর।