আমি দেখেছি সেদি

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মার্চ ২৩, ২০২৫

আমি দেখেছি সেদিনিশাত ফাতেমা

আমি দেখেছি সেই, অনাথ শিশুর আর্তনাদ। যার ভবিষ্যৎ সে নিজেই জানেনা। আমি দেখেছি সেই পথ শিশুর কান্না, যার ঈদে জামা পড়ার ইচ্ছেটি পুরন হয়নি। আমি অনুভব করেছি সেই ভিক্ষুকের আগসোস, যে মানুষের দ্বারে ঘুরেও একবেলে পেট পুড়ে খেতে পারেনা। আমি ভোরে দেখেছি! এই শীতে রাস্তার পাশে ছেড়া চাদর জড়িয়ে শুয়ে আছে কত শিশু! আমার কানে ভেসে এসেছে অনাহারে, অচিকিৎসার চিৎকার। আমি আজও অনুভব করি সেই মেয়েদের আকুতি মাখা সুর! কাল ঈদ একটা জামা কিনবো কিছু টাকা দিন স্যার! আমি আজও দেখতে পাই, সেই ক্ষুধায় পাগল হওয়া মেয়েটির ব্যস্ততা। যে একটু খাবারের জন্য ডাস্টবিন ওলট পালট করছিল। আমাকে আজও উদ্ধৃদ্ধ করে 'নজরুলের' সেই কবিতা গুলো, যে কবিতায় সাম্যের কথা বলা হয়েছে। আমাকে আজও পীড়া দেয় শহীদ বুদ্ধিজীবীদের বাসনা, যারা দেশের মংগলের জন্য ভাবতো। আমার চোখে আজও ভাসে দেশ প্রেমিকদের চোখের ঝিলিক, যে চোখে তাহার সোনার বাংলাদেশের স্বপ্ন আছে। (আসুন!পাশে দাড়াই অসিহায় মানুষের। হাত বাড়িয়ে দেই অসহাদের প্রতি!!) ।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।