রামগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটসাল ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মার্চ ২, ২০২৫

রামগঞ্জে শহীদ জিয়া স্মৃতি ফুটসাল ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিতরিপোর্টর: এমরান হোসেন সোহাগ।  

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার দেহলা ক্রীড়া প্রেমি বন্ধু মহলের আয়োজনে বৃহস্পতিবার বিকেলে দেহলা মামুন টি-স্টল সংলগ্ন নিয়ে মাঠে শহীদ জিয়া স্মৃতি ফুটসাল ফুটবল ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

ফাইনাল খেলায় লক্ষ্মীপুর জেলা রাইজিং ফুটবল একাডেমি সহ- সভাপতি মোঃ মনির হোসেন (বাবুল) এর টিম করপাড়া মাহফুজ স্মৃতি ক্রীড়া সংঘ বনাম দেওলা দিশারি স্পুটিং ক্লাবের খেলোয়াড়রা প্রচুর দর্শকের উপস্থিতিতে প্রথমার্ধে ০১-০১ গোলে খেলা শেষ হয়ে অতিরিক্ত সময়ে গড়ায় মাটের বল। কিন্তু তাতে কাউকে গোলে পরাজিত করতে না পারায় শেষ পর্যন্ত ট্রাইবেকারে ০১ গোলে দেওলা দিশারি স্পুটিং ক্লাব বিজয় লাভ করে।

খেলা শেষে বিজিত ও বিজয়ীদের মাঝে ক্রেস্ট তুলে দেন ভোলাকোট ইউপি চেয়ারম্যান, ভোলাকোট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক, লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক প্রমূখ।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।