ঐতিহাসিক ৭ই মার্চ, ১৯৭১

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: মার্চ ৭, ২০২৪

ঐতিহাসিক ৭ই মার্চ, ১৯৭১

স্টাফ রিপোর্টার : রেজাউল করিম,

১৯৭১ সালের এই দিনে পশ্চিম পাকিস্তানী সামরিক আইন প্রত্যাহার এর দাবিতে ঢাকার রেসকোর্স ময়দানে জাতির উদ্দেশ্যে ৭ এ মার্চ ঐতিহাসিক ভাষন দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেদিনের সেই অগ্নিঝরা ভাষন শুনে, হাজার হাজার মানুষ তার ডাকে সারা দিয়ে মাঠে ময়দানে নেমে পড়ে বাংলাদেশ কে স্বাধীন করার জন্য। আজও গা শিওরে উঠে আমার "প্রত্যেক গ্রামে, প্রত্যেক মহল্লায় আওয়ামীলীগ এর নেতৃত্বে সংগ্রাম পরিষদ গড়ে তোলার কথা বলা হয় এই ৭ এ মার্চ এর ভাষনে । এবং তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে প্রস্তুত থাকো। ডাতে করে শত্রুদের সাথে মোকাবেলা করতে পারি।

তিনি বলেন বাঙালি জাতী তোমরা মনে রাখবা, রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, তবু এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ্‌।

এবারের সংগ্রাম, আমাদের মুক্তির সংগ্রাম।; এবারের সংগ্রাম, স্বাধীনতার সংগ্রাম। জয় বাংলা...."

সেই থেকে স্বাধীনতা শব্দটি আমাদের প্রচলিত।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com