রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন পরিষদে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: জানুয়ারি ৯, ২০২৫

রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়ন পরিষদে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপনমোঃ আলী শেখ, মাদারীপুর।   

আজ ০৯/০১/২০২৫ ইং বৃহস্পতিবার, মাদারীপুরের রাজৈর উপজেলা ইশিবপুর ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে তারুণ্যের উৎসব-২০২৫ উদযাপন উপলক্ষ্যে "তারুণ্যের ভাবনায় আগামীর বাংলাদেশ” শীর্ষক কর্মশালা, ইশিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোশারেফ হোসেন মোল্লার সভাপতিত্বে ও ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা সদস্য সচিব তাপসী গোলদার এর সঞ্চালনায়।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তার মনোনীত সরকারি শেখ রাসেল মহাবিদ্যালয় অধ্যক্ষ সুখদেব চন্দ্র বনিক, অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বি আর ডিবি ইঞ্জিনিয়ার মোঃ রুহুল আমিন, প্রফেসর. মনজুরুল ইসলাম, ইশিবপুর ইউনিয়নের প্রধান কাবিল লেখক, আবু ছালেহ সালেনুর, ইউপি সদস্য নাহিদ ইমরান নাসির ভূঁইয়া, ইউপি সদস্য টিটন মোল্লা, সদস্য খাদিজা বেগম, উদ্যোক্তা মেহেদী হাসান, সমাজসেবক খোরশেদ শেখ, সমাজসেবক সাহ্ আব্দুল মাজেদ হায়দারী, সাংবাদিকবৃন্দ, গ্রামপুলিশ সহ আরো অনেকেই।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।