কবিতা- হাতের রুমাল

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: ডিসেম্বর ২৬, ২০২৪

কবিতা- হাতের রুমাল

লেখক- ইঞ্জি: মোঃ আল-আমিন মোল্যা

 

আমার ঘর আন্ধার করে কার ঘরে দাও আলো? একটু কি হয়না মায়া ! কেমন করে মুখ লুকাও।

কি ছিলে আমার এই অন্তরে ? একবার কি পরে না মনে ! কেমন করে ঘুমাও তুমি অন্য লোকের বুকের মাঝে।

তুমি যখন পড়ছো লাল শাড়ি তখন-ই আমি ভুলেছি মায়া ! কেমন করে পারলে তুমি ? আমার স্বপ্ন ভেঙ্গে দিতে।

হাত ছেড়েছো যখন তুমি, আর হয়নি তো আমি কারও শেষ বিদায়ে দিয়েছো তুমি নকশি গাঁথা হাতের রুমাল।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।