বিকাশ প্রতারকের বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিককে হুমকি

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ২৬, ২০২৪

বিকাশ প্রতারকের বিরুদ্ধে নিউজ করায় সাংবাদিককে হুমকি মোঃ শাহিনুর রহমান আকাশ, স্টাফ রিপোর্টার:  

বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাজার হাজার টাকা আত্মসাৎ এর ঘটনায় প্রতারককে গণধোলাই দেওয়া হয় । এমন একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে ।

জানাগেছে, ওই বিকাশ প্রতারকের নাম তারেক হাসান (২০) পিতা থান্টু রহমান তার বাড়ি দুর্গাপুর উপজেলার পানানগর ইউনিয়নের খাসখামার গ্রামে। ওই যুবক বিভিন্ন এলাকায় এইভাবে বিকাশ প্রতারণার মাধ্যমে অনেক টাকা আত্মসাৎ করেছে । এছাড়াও তার পিতা থান্টু রহমান মাদকদ্রব্যের সঙ্গে জড়িত। এজন্য একাধিকবার পুলিশের হাতে গ্রেফতারও হয়।

সরেজমিনে গিয়ে জানাযায়, গত (২৪ অক্টোবর) বৃহস্পতিবার পুঠিয়া উপজেলার মমিনপুর এলাকায় বিকাশের মাধ্যমে প্রতারণা করে টাকা নেওয়ার সময় তারেক হাসান (২০) নামের এক বিকাশ প্রতারককে ওই এলাকার জনতা গণপিটুনি দেয় ।

খবরপেয়ে তার পরিবারের লোকজন এসে হাতে পায়ে ধরাতে ওই এলাকার লোকজন তাকে ছেড়ে দেয়। এ ধরনের একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় পরে ছড়িয়ে পড়ে। দুর্গাপুর উপজেলার দৈনিক মুক্ত সমাচার পত্রিকার উপজেলা প্রতিনিধি আকাশ আহমেদ ভিডিওটি তার অনলাইন নিউজ পোর্টালে প্রকাশ করে । এরপর থেকে বিকাশ প্রতারক তারেক হাসান বিভিন্ন ফোন নম্বর থেকে সাংবাদিক আকাশকে ফোন দিয়ে ভিডিওটি ডিলিট করার জন্য বলে ও হুমকি দেয়। পরে বিষয়টি দুর্গাপুর উপজেলা প্রেসক্লাব ও সাংবাদিক সমাজের সিনিয়র সাংবাদিকদের জানানো হলে তারা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায় ।

হুমকির বিষয়ে জানতে চাইলে সাংবাদিক আকাশ জানান, এই ঘটনায় এখনো থানায় কোন লিখিত অভিযোগ দেওয়া হয়নি। উপজেলা সিনিয়র সাংবাদিকরা ওই ফোন নম্বরগুলোতে ফোন দিয়ে পরিচয় দিলে তারা ফোন বন্ধ করে দেয়। হুমকি দাতা ব্যক্তিদেরকে আইনের আওতায় আনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে জানান তিনি।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com