হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন একই পরিবারের- ০৪ জন

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ২২, ২০২৪

হিন্দু থেকে ইসলাম ধর্ম গ্রহণ করলেন একই পরিবারের- ০৪ জন মাহিদুল ইসলাম ফরহাদ, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:  

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে সনাতন হিন্দু ধর্মাবলম্বী এক পরিবারের ৪ সদস্য ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। রবিবার রাত ১১টায় ওই ৪ জন ইসলাম ধর্মের আদর্শে অনুপ্রাণিত হয়ে নিজ ইচ্ছায় শিবগঞ্জ উপজেলার কানসাট বাগদূর্গাপুর মাঠে অনুষ্ঠিত তাফসির মাহফিলে মুফতি আমির হামজা কাছে কালিমা পাঠ করে ইসলাম ধর্ম গ্রহণ করেন।

ইসলাম ধর্ম গ্রহণকারী ওই ৪জন মোবারকপুর ইউনিয়নের নিরালা গুচ্ছগ্রামের আগের নাম শ্রী অসিৎ কুমার , তাঁর বড় ছেলে শ্রী জয় কুমার, ছোট ছেলে শ্রী বিজয় কুমার ও মেয়ে শ্রীমতি বৃষ্টি কুমারী। শ্রী অসিৎ শীলের বর্তমান নাম মো. আব্দুর রহমান (৩৮), বড় ছেলে শ্রী জয় শীলের বর্তমান নাম মোঃ হুজাইফা (১৯), ছোট ছেলে শ্রী বিজয় শীলের বর্তমান নাম মোঃ খালিদুর রহমান (১৬) ও মেয়ে শ্রীমতি বৃষ্টি শীলের বর্তমান নাম মোসাঃ আয়েশা সিদ্দিকা (১১)।

মো: আব্দুর রহমান জানান, আমি হিন্দু ধর্মাবলম্বী পরিবারে জন্মগ্রহণ করলেও অনেকদিন থেকে ইসলাম ধর্ম আমাকে ভালো লেগেছে। আমি ইসলাম ধর্মগ্রহণ করবো বিষয়টি পরিবারের সাথে আলোচনা করেছি কয়েকবার। আমার পরিবারের ৬জন সদস্যের মধ্যে আমি, মা, স্ত্রী, ২ ছেলে ও এক মেয়ে। তাদের সাথে আলোচনা করেছি। আমার মা ও স্ত্রী ছাড়া আমি ও আমার ২ ছেলে ও এক মেয়ে আমার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করে।

আমি আমার সন্তানদের জোরপূর্বক ইসলাম ধর্ম গ্রহণ করতে বলিনি। সন্তানদের ইচ্ছায় তারা আমার সাথে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। তিনি আরো বলেন, আমি আমার স্ত্রী ও মা অনেক বুঝিয়েছি। তাঁরা আমার সাথে আসেনি। আশা করছি আল্লাহর রহমতে তারও ইসলামের পথে আসবে।

তিনি বলেন, ইসলাম একটি শান্তির ধর্ম। এই ধর্ম একমাত্র মুক্তি দিতে পারে। তাই আমি ও আমার ৩ সন্তান ইসলাম ধর্ম গ্রহণ করেছি। আপনাদের সকলের সহযোগিতা চাইছি। তিনি আরো জানান বর্তমানে আমরা নি:স্ব বাড়িঘর নেই। অন্যের বাড়িতে আশ্রয় নিয়েছি। নিরালাা গুচ্ছ গ্রামের ১১নং বাড়িটি খালি আছে। যদি আল্লাহ্র ইচ্ছায় প্রশাসন আমাকে ওই বাড়িটি ও আমাদের কর্মসংস্থানের কোন ব্যবস্থা করে দিতেন তবে ভাল হতো। নিরালা গুচ্ছ গ্রামের প্রায় ২৫/৩০জন নারী পুরুষেরও একই দাবী।

এব্যাপারে মোবারকপুর ইউপি সদস্য মাহমুদুল হক হায়দারী বলেন এটা আমাদের জন্য সুখবর। আমার সাধ্য অনুযায়ী তাদের সহযোগিতা করবো। শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো; আফতাবুজ্জামান আল ইমরান বলেন ঘটনাটি আমার জানা ছিল না। কেবল জানলাম।তদন্ত করে দেখবো। সত্যি তারা ইসলাম ধর্ম গ্রহন করে থাকলে প্রয়োজনীয় ব্যবস্থার গ্রহন পূর্বক সব ধরনের সহযোগিতা করা হবে।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com