ধামরাই এন এ্যান্ড এন সিএনজি এ্যান্ড রিফুয়েলিং ষ্টেশনে মাইক্রোবাস সিলিন্ডার বিস্ফোরনে চালক নিহত

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ১৮, ২০২৪

ধামরাই এন এ্যান্ড এন সিএনজি এ্যান্ড রিফুয়েলিং ষ্টেশনে মাইক্রোবাস সিলিন্ডার বিস্ফোরনে চালক নিহত সাইদুর রহমান (রুবেল মোল্লা), ধামরাই প্রতিনিধি:  

ঢাকার ধামরাইয়ে একটি সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে গাড়িতে সিএনজি নেওয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছেন। এসময় আরো একজন আহত হয়েছেন।

আজ শুক্রবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার ঢুলিভিটা এলাকায় ঢাকা-আরিচা মহাসড়কের পাশে এন এন্ড এন সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে এ ঘটনা ঘটে।নিহত ফারুক হোসেন (৫০) ধামরাই উপজেলার নান্নার ইউনিয়নের আব্দুস সালামের ছেলে। তিনি রেন্ট এ কার ব্যবসায়ী ছিলেন। তবে আহতের পরিচয় পাওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানায়, আজ শুক্রবার ফারুক হোসেন নিজে হায়েস গাড়ি চালিয়ে সিএনজি গ্যাস ভরানোর জন্য এন এন সিএনজি এন্ড রিফুয়েলিং স্টেশনে আসেন। গ্যাস নেয়ার সময় তিনি গাড়ির পেছনে দাড়িয়ে থাকেন। এ সময় তার গাড়ির সিলিন্ডারে বিস্ফোরণ হয়। এতে পেছনে দাঁড়িয়ে থাকা ফারুক হোসেন আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান। এছাড়া অপর আরেকটি সিএনজি গাড়ি চালক আহত হন।

নিহত ফারুক হোসেনের মেয়ের জামাই শাহনেওয়াজ মাহমুদ বলেন, বেলা সাড়ে ১১ টার দিকে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে আমার শ্বশুর মারা গেছেন। আমরা এখন মানষিকভাবে বিপর্যস্ত। ধামরাই থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) মো: মোখলেছুর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তাদের অভিযোগের ভিত্তিতে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com