কবিতা- দূর্গা এলো

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ১৭, ২০২৪

কবিতা- দূর্গা এলো কলমে - নূরুন্নাহার নূর  

পরান ভরে দূর্গা মা'কে খুশি মনে সাজা, নেচে-গেয়ে মেতে ওঠে বাদ্যযন্ত্র বাজা।

ঢাকির ঢাকে ওঠবে জেগে মা যে খুশি মনে, মহিষাসুর পিছন পিছন আসবে মায়ের সনে।

মহাদেবের ত্রিশূল হাতে দূর্গা মা যে আসে, ধ্বংস করবে অসুর যতো তাই ভেবে মা হাসে।

ভালো মন্দ দু পক্ষেরই মনে ভীষণ আশা, পূজো শেষে ভালো থাকবো বাঁধবো স্বপ্ন বাসা।

রম রমা রম ঢাক ঢোলে আর কাঁসর নিয়ে হাতে, দেবীর সামনে নাচার খুশি থাকবে দিনে রাতে।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com