গল্প: শিলাইদহ এবং রবিঠাকুরের নোবেল

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ১৭, ২০২৪

গল্প: শিলাইদহ এবং রবিঠাকুরের নোবেল নিজস্ব প্রতিবেদক,   লেখায়: রণিত ভৌমিক, কলকাতা।  

রবীন্দ্রনাথ ঠাকুরের নোবেল পুরস্কার পাওয়ার সূত্রপাত কিন্তু পদ্মা পারে। এই বিষয় আরও স্পষ্ট করে বলতে গেলে, ফিরে যেতে হবে ১৯১২ সালের প্রথম দিকে যখন শারীরিকভাবে অসুস্থ রবীন্দ্রনাথ শিলাইদহে অবকাশ কাটানোর ফাঁকে তাঁর লেখা কিছু কবিতার ইংরেজীতে অনুবাদ করেন। সেই বছরের মে মাসে তিনি ইংল্যান্ড যাত্রা করেন, সঙ্গে নিয়ে যান তাঁর কবিতার ইংরেজী অনুবাদের পান্ডুলিপি।

লন্ডনে যাওয়ার পর, তিনি সেই সময়কার ইংরেজ সারস্বত সমাজের সঙ্গে পরিচিত হন। সুকুমার রায় অবশ্য সেই সময় ছাত্র হিসেবে লন্ডনে অবস্থান করছিলেন। তিনি রবীন্দ্রনাথের এই পরিচয় পর্বে বড় ভূমিকা গ্রহণ করেছিলেন। তাঁর কবিতার অনুবাদ বিভিন্ন সভায় পঠিত হলে তা উচ্চ প্রশংশিত হয়। কিন্তু টিউব রেলে ভ্রমণকালে এই অনুবাদের পান্ডুলিপি যায় হারিয়ে। তবে, ভাগ্যক্রমে সেটা পাওয়াও গেছিল। ১৯১২ সালে ইন্ডিয়া সোসাইটি থেকে সেই পান্ডুলিপি Gitanjali (Song offerings) নামে প্রকাশিত হয়। তখন মূল্য ছিল ১০.৫ শিলিং। প্রকাশিত হওয়ার পর বইটির জনপ্রিয়তা তুঙ্গে ওঠে যার ফলে, ১৯১৩ সালে Gitanjali (Song Offerings) এর দ্বিতীয় সংস্করণ প্রকাশিত হয় নামী প্রকাশনী সংস্থা ম্যাকমিলান অ্যান্ড কোম্পানি লিমিটেড থেকে। এই সংস্করণে রবীন্দ্রনাথের কবিতার ভাব ও অনুভূতির উচ্চ প্রশংসা করে একটি মুখবন্ধ লেখেন বিখ্যাত ইংরেজ কবি উইলিয়াম বাটলার ইয়েটস। Gitanjali (Song Offerings) বাংলা গীতাঞ্জলির হুবহু অনুবাদ নয়, এর মধ্যে যেমন গীতাঞ্জলির কবিতা আছে (৬৯টি) তেমনই ১৯০৪-১৯১০ সাল পর্যন্ত লেখা ও প্রকাশিত বিভিন্ন কাব্যগ্রন্থের কবিতা আছে যেমন- গীতিমাল্য (১৭টি), নৈবেদ্য (১৬টি), খেয়া (১১টি), শিশু (৩টি) এবং চৈতালী, স্মরণ, কল্পনা, উৎসর্গ (১টি করে)। এছাড়া আছে অচলায়তন নাটকে ব্যবহৃত একটি গান।

১৯১৩ সালে সুইডিশ নোবেল কমিটি রবীন্দ্রনাথের Gitanjali (Song Offerings) কে সেই বছর সাহিত্যে নোবেল পুরস্কারের জন্য নির্বাচিত করেন এবং ১৩ই নভেম্বর শান্তিনিকেতনে টেলিগ্রাম করে কবিকে এই সংবাদ জানানো হয়। এর প্রত্যুত্তরে রবীন্দ্রনাথ সুইডিশ কমিটিকে একটি টেলিগ্রাম পাঠান যাতে লেখা ছিল- "I beg to convey to the Swedish Academy my grateful appreciation of the breadth of understanding which has brought the distant near, and has made a stranger a brother." - কবির এই টেলিগ্রাম ১৯১৩ সালের ১০ই ডিসেম্বর সুইডেনের স্টকহোমের গ্রান্ড হোটেলে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠানে পাঠ করে শোনানো হয়। তার ঠিক আট বছর পর, ১৯২১ সালে সুইডেন ভ্রমণকালে রবীন্দ্রনাথ তাঁর নোবেল বক্তৃতা প্রদান করেন।

   

(সমাপ্তি)


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com