সাংবাদিক কোরবান আলী নিহত: ইসলামপুর প্রেসক্লাবের তিন দিনের শোক কর্মসূচি

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ১৭, ২০২৪

সাংবাদিক কোরবান আলী নিহত: ইসলামপুর প্রেসক্লাবের তিন দিনের শোক কর্মসূচি জাবির আহম্মেদ জিহাদ, জামালপুর প্রতিনিধি:  

জামালপুরের ইসলামপুরে মাহিন্দ্র গাড়ির চাপায় নিহত হয়েছেন স্থানীয় সাংবাদিক কোরবান আলী (৬২)। বুধবার (১৬ অক্টোবর) দুপুর ২টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেলান্দহ উপজেলার শাহজাদপুর মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাংবাদিক কোরবান আলী মোটরসাইকেল থামিয়ে মোবাইলে কথা বলার সময় ইসলামপুর থেকে আসা একটি মাহিন্দ্র গাড়ী তাকে চাপা দেয়। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কোরবান আলী দৈনিক প্রানের বাংলাদেশ পত্রিকার ইসলামপুর উপজেলা প্রতিনিধি এবং ইসলামপুর প্রেসক্লাবের সাবেক সিনিয়র সহ-সভাপতি ছিলেন। তিনি কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় নেতা ও জেলা পল্লী বিদ্যুত সমিতির পরিচালকও ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, এক মেয়ে ও এক নাতি সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ইসলামপুর প্রেসক্লাবের পক্ষ থেকে তিন দিনের শোক কর্মসূচি ঘোষণা করা হয়েছে। নিহত সাংবাদিকের ছোট ভাই ইদ্রিস আলী ধনী জানান, দুর্ঘটনার খবর পেয়ে তিনি হাসপাতালে এসে বড় ভাইয়ের মরদেহ দেখতে পান।

মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মৌসুমি আক্তার বলেন, কোরবান আলীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com