কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচার কালে আটক- ০৩ দালান চক্র

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ১৬, ২০২৪

কক্সবাজারের টেকনাফে মালয়েশিয়ায় পাচার কালে আটক- ০৩ দালান চক্র জামাল উদ্দীন, কক্সবাজার জেলা প্রতিনিধি:  

কক্সবাজারের সীমান্ত উপজেলা টেকনাফে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতিকালে সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান চালিয়ে ২৪ জন নারী পুরুষ ও শিশুসহ তিন দালাল চক্রের সহযোগীকে আটক করেছে পুলিশ।

বুধবার (১৬ অক্টোবর) রাত ১ টায় টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকায় অভিযান চালিয়ে ২৪ জন রোহিঙ্গা ও বাংলাদেশী নাগরিকদের আটক করা হয়।টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার জন্য টেকনাফ সদর ইউনিয়নের দক্ষিণ লম্বরী এলাকার বাসিন্দার নুনা বেগমের বসত বাড়িতে অবস্থান করছে।

উক্ত সংবাদে থানা পুলিশের একটি দল সেখানে অভিযান পরিচালনা করে নারী ও পুরুষ ও শিশুসহ ২৪ জন রোহিঙ্গা ও বাংলাদেশিকে আটক করা হয়। আটককৃতদের মধ্যে এক নারীসহ তিন জন মানব পাচারকারী চক্রের সহযোগী রয়েছে। তিনি বলেন, আটককৃত দালালদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com