আতঙ্কের আরেক নাম টাকা দিয়ে মোবাইলে লুডু জুয়ার আসর

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ১৬, ২০২৪

আতঙ্কের আরেক নাম টাকা দিয়ে মোবাইলে লুডু জুয়ার আসর মোঃ রুবেল আহমেদ, ভ্রাম্যমান প্রতিনিধি:  

ভয়াবহ উদ্বেগ উৎকণ্ঠার কারণ হয়ে দাঁড়িয়েছে কিশোর ও যুবকদের মোবাইল ফোনে বিভিন্ন গেইম খেলার আসক্তি। অনলাইন ও অফলাইনে খেলার উপযোগী বহু ধরনের গেইম পাওয়া যায় ইন্টারনেটে। কিছু কিছু গেইম খেলা হচ্ছে জুয়া খেলার আদলে।

জৈন্তাপুর পূর্ব বাজার বট তলায় ও বিভিন্ন স্থানে দেদারসে চলছে মোবাইলফোনে জুয়া খেলার আসর। চায়ের দোকানে, গাছের ছায়ায় ও আড়ালে আবডালে আশংকাজনক হারে বৃদ্ধি পেয়েছে এই ইলেকট্রনিক জুয়ার আসর। বখে যাওয়া উঠতি বয়সের কিশোর যুবক ছাড়াও স্কুল কলেজ ফাঁকি দিয়ে জুয়া আসক্তির শিকার হচ্ছে শিক্ষার্থীদের একটি অংশ। সারাদিন দৈনিক ভিত্তি হাজিরা / রিক্সা চালিয়ে যা ইনকাম করে পরিবার,সন্তানের মুখে খাবার না দিয়ে লুডু খেলা জুয়ার আসরে শূন্য পকেটে বাড়ী ফেরা। সেই সাথে উঠতি বয়সের কিশোর যুবকেরা জড়িয়ে পড়তে পারে বিভিন্ন অপরাধে।

জানা যায়, এন্ড্রয়েড মোবাইলফোনে খেলার উপযোগী অগুনিত খেলা পাওয়া যায় ইন্টারনেটে। এরমধ্যে অন্যতম আসক্তি'জনক খেলা হচ্ছে মোবাইলে লুডু খেলা। টাকা দিয়ে মোবাইলে লুডু খেলা সবচেয়ে আশংকাজনক ও আসক্তি সৃষ্টিকারী একটি খেলা। মোবাইল'ফোন আসক্তির কারণে রাস্তা ঘাটে দুর্ঘটনায় প্রাণহানির ঘটনা নেহায়েত কম নয়। পাবজী ও ফ্রি-ফায়ার নামের ইন্টারনেটভিত্তিক গেইম এর মধ্যে অন্যতম। এ গেইম খেলতে গিয়ে কত তাজা ফুল ঝরেছে অবেলায় এর হিসেব করতে গেলে বাকরুদ্ধ হতে হবে। মোবাইলফোনে বিভিন্ন গেইম খেলাকে যারা অর্থ আয়ের উৎস বানিয়েছে, যারা নগদ টাকা আয়ের জন্য এ খেলায় মত্ত হয়, তারাই সমাজের জঞ্জাল সৃষ্টিকারী একটি দল। এদের কারণেই সামাজিক অপরাধ দিন দিন বৃদ্ধি পাচ্ছে বলে মনে করছেন এলাকার সচেতন নাগরিক।

মোবাইল ফোনের মাধ্যমে জুয়া খেলা এখনই নিয়ন্ত্রণ করা প্রয়োজন। তা না হলে সমাজের রন্ধ্রে রন্ধ্রে মহামারীর মত ছড়িয়ে পড়বে সামাজিক অপরাধ। এলাকার কিশোর ও যুবসমাজ'কে উচ্ছন্নে যাওয়ার হাত থেকে রক্ষা করতে প্রশাসনের সহযোগিতা আবশ্যক। জৈন্তাপুর উপজেলা প্রশাসন / জৈন্তাপুর মডেল থানার দৃষ্টি আকর্ষণ করা হলো বিষয়টি আমলে আনার জন্য।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com