দিনাজপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের মাঝে অনুদানের চেক বিতরণ

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ১৫, ২০২৪

দিনাজপুরে মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের মাঝে অনুদানের চেক বিতরণ মো: মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধি:  

মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনসমূহের মাঝে ২০২৩-২০২৪ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ ও বাল্যবিবাহ প্রতিরোধ স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের করণীয় শীর্ষক মতবিনিময় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৫ অক্টোবর)-২০২৪ জেলা প্রশাসন কার্যালয় মিলনায়তনে দিনাজপুর জেলা প্রশাসন ও দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তর উপ-পরিচালকের কার্যালয়ের আয়োজনে মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক নিবন্ধিত স্বেচ্ছাসেবী মহিলা সংগঠনসমূহের মাঝে ২০২৩-২০২৪ অর্থ বছরের অনুদানের চেক বিতরণ ও বাল্যবিবাহ প্রতিরোধ স্বেচ্ছাসেবী মহিলা সংগঠন সমূহের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত জেলা প্রশাসক সোহাগ চন্দ্র সাহা।

দিনাজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক মোর্শেদ আলী খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ নুর-এ-আলম। দিনাজপুর মহিলা অধিদপ্তরের ডে কেয়ার অফিসার রেজভীন সারমিনাজ ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ঈদগাহ আবাসিক এলাকার সোনারতরী বুটিকস মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী ফারাহ্ দিবা ও হরিহরপুর মহিলা ও সমাজউন্নয়ন সংস্থার সভানেত্রী সাহিদা বেগম।

অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে ১১৭টি সংস্থা ও সমিতির মাঝে ৩৩ লক্ষ ৬৫ হাজার টাকা, ০২টি সংস্থার মাঝে বিশেষ অনুদান ১ লক্ষ টাকা সর্বোমোট ৩৪ লক্ষ ৬৫ হাজার টাকার অনুদানের চেক প্রদান করা হয়।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com