নোয়াখালীর চাটখিল সাহাপুর ইউনিয়ন সহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা উদযাপন

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ১৪, ২০২৪

নোয়াখালীর চাটখিল সাহাপুর ইউনিয়ন সহ সারাদেশে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজা উদযাপন এমরান হোসেন সোহাগ, নোয়াখালী প্রতিনিধি:    

নোয়াখালীর চাটখিল উপজেলার সাহাপুর ইউনিয়ন এর সোমপাড়া (পালবাড়ির) সনাতন ধর্মাবলম্বীদের সারদীয় দূর্গাপূজা উপলক্ষে প্রতিবছরের ন্যায় এ বছর ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় সোমপাড়া সনাতন হরিসভার (পাল বাড়ির) পূজা মন্ডপ এর সারদীয় দুর্গাপূজা।

সোমপাড়া সনাতন হরিসভার সন্মানিত সভাপতি জনাব কানু লাল দাস এবং সম্পাদক কার্তিক চন্দ্র দাস জানায় চাটখিল উপজেলার মধ্যে সবচেয়ে পুরনো এবং নামকরা সোমপাড়া সনাতন হরিসভার দূর্গা পূজা, বিগত বছরের ন্যায় এবছর ৫ আগষ্ট এর সরকার পতনের ঘটনা' কে কেন্দ্র করে যদিও আমরা চিন্তিত ছিলাম তবে এখন পযন্ত কোনো প্রকার হামলার বা সহিংসতা আমাদের পূজা মন্ডপে হয় নাই, পুলিশ, আনসার, এবং স্থানীয় ছাত্রদল, জামায়াত সহ বিভিন্ন সেচ্ছাসেবী আমাদের পূজা মন্ডপে পাহারায় নিয়জিত আছে, সোমপাড়া সনাতন হরিসভার সভাপতি কানু লাল দাস আরো জানান চাটখিল উপজেলার মধ্যে সবচেয়ে পুরনো পূজা মন্ডপ হিসাবে আমাদের মন্ডপ এর আয়তন আরো বৃদ্ধির প্রয়োজন আছে, যা আমাদের নিজস্ব অর্থায়নে সম্ভব হচ্ছে না, এতে সরকারি সহয়তা বা আর্থিক অনুদান এর প্রয়োজন এই বিষয়ে সরকারি দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করেন।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com