সফলতার মন্ত্র একটাই লেগে থাকা

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: ফেব্রুয়ারি ২৭, ২০২৪

সফলতার মন্ত্র একটাই লেগে থাকা নিজস্ব প্রতিবেদক, 

১২ পিস পিঠা বিক্রি করে লাভ হবে কম পক্ষে ২৪ টাকা। ১২টি পিঠা এক সাথে বানাতে সময় লাগবে সর্বোচ্চ ৬মিনিট। তাহলে ওর ইনকাম প্রতি ৬ মিনিটে ২৪ টাকা, ১ ঘন্টায় ২৪০ টাকা। যদি সে প্রতিদিন বিকাল ০৫:০০ টা থেকে ১০:০০ টা পর্যন্ত মোট ৫ ঘন্টা ব্যবসা করে তাহলে তার আয় হচ্ছে, ৫x২৪০=১,২০০/- টাকা। হা হিসাব করে দেখেন ১,২০০ টাকা। এটা তার সর্বনিম্ন দৈনিক আয়। (১,২০০ টাকা)। তাহলে এবার হিসাব করে দেখেন তার মাসিক ইনকাম, ৩০ x ১,২০০ = ৩৬,০০০/- (৩৬ হাজার টাকা)। একজন পিঠা বিক্রেতা মাসে আয় করেন ৩৬ হাজার টাকা।

হা ভাই এটাই হলো ব্যবসা। যেখানে একজন লোক ৯-১০ ঘন্টা মজুরি করে আয় করে ৫০০/- (৫শত টাকা), মাসে ১৫ হাজার টাকা। সেখানে একজন পিঠা বিক্রেতা দৈনিক ৫ ঘন্টা কাজ করে আয় করছেন ১,২০০/- (১হাজার ২শ টাকা), মাসে ৩৬ হাজার টাকা। তবে সেটা একদিনে হয়নি। কয়েক বছর লেগে থাকার পর এই অবস্থান তৈরি হয়েছে। তাই আমি মনে করি সফলতার শেষ মন্ত্র একটাই "লেগে থাকা"।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com