নাটোর জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পালিত হলো বিশ্ব ডিম দিবস- ২০২৪

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ১১, ২০২৪

নাটোর জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পালিত হলো বিশ্ব ডিম দিবস- ২০২৪ শরিফুল ইসলাম, নাটোর প্রতিনিধি:  

নাটোর রোজ শুক্রবার ১১ ই অক্টোবর সকাল দশটায় জেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে পালিত হলো বিশ্ব ডিম দিবস ২০২৪। দিবসে প্রথমে র‍্যালি ও আলোচনা সভা, অনু্ষ্ঠিত হয়েছে। ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগ মুক্তি এই প্রতিপাদ্যকে সামনে রেখে ডিমের গুণগত মান সম্পর্কে জনসচেতনতা বাড়াতে দিবস টি পালন করা হয়। ২১তম ‘বিশ্ব ডিম দিবস’ পালিত হচ্ছে। এবারের প্রতিপাদ্য- ‘ডিমে পুষ্টি ডিমে শক্তি, ডিমে আছে রোগমুক্তি’। দিবসটি উপলক্ষে এবার তেমন কোনো আয়োজন নেই। তবে ছোট পরিসরে আলোচনা সভার আয়োজন করেছে প্রাণিসম্পদ অধিদপ্তর।

জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. জুলফিকার মো: আখতার হোসেন বলেন ডিমকে বলা হয়ে থাকে পরিপূর্ণ খাদ্য। বর্তমানে বাংলাদেশে ডিমের বাৎসরিক প্রাপ্যতা মাথাপিছু ১৩৫টি, গত বছর এই সংখ্যা ছিল ১৩৬টি। ১৯৯৬ সালে অনুষ্ঠিত আইইসি ভিয়েনা কনফারেন্স থেকে দীর্ঘ ২৭ বছর ধরে বিশ্বব্যাপী চলছে একটি ইতিবাচক ক্যাম্পেইন। যার মধ্য দিয়ে বিশ্বের মানুষের পুষ্টি চাহিদা পূরণে ডিমের প্রয়োজনীয়তার বার্তাটি সবার কাছে পৌঁছে দেয়া হচ্ছে- প্রতি বছর অক্টোবরের দ্বিতীয় শুক্রবারে বিশ্বজুড়ে উদযাপিত হচ্ছে- ‘বিশ্ব ডিম দিবস’।

আলোচনা সভায় উপস্থিত থাকেন নাটোর জেলা ভেটেরিনারি অফিসার ডা: মো:রুহুল আমিন আল ফারুক, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মো: মোস্তাফা জামান,ভেটেরিনারি সার্জন ডা: এস এম মেহেদি হাসান,বিভিন্ন এলাকার খামারি, এছাড়াও নাটোর সদর প্রাণী সম্পদ হাসপাতালের বিভিন্ন প্রকল্পে কর্মরত জনবল উপস্থিত ছিল।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com