মেহেরপুর জেলায় এসো কল্যাণের পথে সংগঠন এর পক্ষহতে সমাজসেবা মুলক কর্ম কান্ড অব্যাহত

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: ফেব্রুয়ারি ২৭, ২০২৪

মেহেরপুর জেলায় এসো কল্যাণের পথে সংগঠন এর পক্ষহতে সমাজসেবা মুলক কর্ম কান্ড অব্যাহত মেহেরপুর প্রতিনিধিঃ আহসান হাবীব

মেহের পুর জেলার এসো কল্যাণের পথে সংগঠন এর পক্ষ থেকে হতদরিদ্র - মোঃ নাজিমুদ্দিন কে ভ্যান চালিয়ে স্বাবলম্বী হওয়ার জন্য ভ্যান কেনার জন্য নগদ ২০ হাজার টাকা অনুদান হিসেবে তুলে দেন জেলার এসো কল্যাণের পথে সংগঠন এর প্রতিনিধি জনাব আহসান হাবীব, আহসান হাবীব গভঃ রেজিষ্ট্রেশন প্রাপ্ত সেচ্ছাসেবী মানবিক সংগঠন বয়লার ওয়েলফেয়ার সোসাইটি অব বাংলাদেশ সংগঠন এর প্রতিষ্ঠাতা ও সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটি।

আহসান হাবীব বলেন আমরা যাকে ভ্যান কেনার জন্য ২০ হাজার টাকা অনুদান হিসেব দিয়েছি সে একজন অতি দরিদ্র মানুষ। সে অতি কস্টে ভ্যান টি কিস্তি তুলে কিনেছিলেন যাহা চালিয়ে কিস্তি পরিশোধ ও কোন মত তার পরিবারের চাহিদা মিটাতেন।

কিন্তু সেটিও চোর চুরি করে নিয়ে যায়। সহজ সরল (জ্ঞ্যান বুদ্ধিইও কম) ভ্যান চালক নাজিমউদ্দন হতাশ হয়ে পরে। কারন পুনরায় তার ভ্যান কেনার মতো সামর্থ নাই। সহজ সরল ভ্যানচালক নাজিম উদ্দিন হতাশ হয়ে পরে এই জন্য য সে কিভাবে কিস্তি চালাবে আর পরিবারই বা কিভাবে চালাবে?

এমতবস্থায় ভ্যান চালক নাজিমুদ্দিনের পাশে এসে দাঁড়ায় এসো কল্যাণের পথে সংগঠন। নাজিম উদ্দিন কে ভ্যান কিনে সাবলম্বী হওয়ার জন্য নগদ ২০হাজার টাকা অনুদান তুলে দেয় অত্র সংগঠনের প্রতিনিধি আহসান হাবিব।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com