সন্তোষ মিত্র স্কোয়ার, সার্বজনীন দুর্গোৎসব সমিতি ৮৯ তম বর্ষে পদার্পণ করল, এবারের ভাবনা লাশ ভেগার্স

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ৯, ২০২৪

সন্তোষ মিত্র স্কোয়ার, সার্বজনীন দুর্গোৎসব সমিতি ৮৯ তম বর্ষে পদার্পণ করল, এবারের ভাবনা লাশ ভেগার্স সমরেশ রায়, কলকাতা প্রতিনিধি:  

আজ ৭ই অক্টোবর মঙ্গলবার, ৮৯ তম বর্ষে পদার্পণ করল, সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব সমিতি, সুন্দর একটি ভাবনা আবার পুজো প্রেমীদের উপহার দিয়েছেন, আমেরিকার কোন এক চিত্রকে ফুটিয়ে তুলেছেন গ্লোবের সাহায্যে, এবারের ভাবনা লাশ ভেগার্স।

সন্তোষ মিত্র স্কোয়ার সার্বজনীন দুর্গোৎসব সমিতির প্রধান উদ্যোক্তা সজল ঘোষ, ২০২৩এ সন্তোষ মিত্র স্কোয়ার তোলপার ফেলে দিয়েছিল, রাম মন্দির কে নিয়ে।, ঠিক একইভাবে ২০২৪ এ তারা আবার একটি ভাবনা মানুষের সামনে তুলে ধরেছেন, যা পঞ্চমীর সন্ধ্যা থেকে মানুষের ঢল চোখে পড়ার মতো, একদিকে প্রচন্ড গরম, মাঝে মাঝে বৃষ্টি, তাহার মধ্যে দর্শনার্থীদের ভিড় । পুলিশ প্রশাসন হিমশিম খাচ্ছেন দর্শনার্থীদের সামলাতে বউবাজার ক্রসিং এ।

প্রশাসনের তরফ থেকে ও ক্লাব কর্তৃপক্ষের তরফ থেকে বারবার মাইকিং এ ঘোষণা করা হচ্ছে, সারি বদ্ধভাবে শান্তি-শৃঙ্খলা ভাবে প্রতিমা দর্শন করুন এবং পুলিশ প্রশাসনের সহযোগিতা নিন।‌ কোনভাবে ভিডিও না করার ঘোষণাও তারা করছেন, অপরকে সহযোগিতা করার জন্য ও অন্যকে দেখার সুযোগ করে দেওয়ার কথাও তারা জানাচ্ছেন।

সত্যিই একটি নতুন ভাবনা দর্শনার্থীদের মন কেড়ে নিয়েছে, কেউ কেউ বলাবলি করছে, একবার দেখে ভালোভাবে বোঝা গেল না, আরো একবার দেখতে হবে, কেউ বলছেন অতি অপূর্ব, সারা লাইনে দু'ধারে পুলিশি মতায়ন, তারা যথাসাধ্য চেষ্টা করছেন কোনোভাবে দর্শনার্থীদের দেখার সুযোগ করেই বের করে দেওয়ার, কয়েক হাজার দর্শনার্থী লাইনে ভিড় জমিয়ে অপেক্ষায়, তারা কখন দেখতে পাবে সামনে এসে এই পুজো মণ্ডপ।

যত একটু একটু করে রাত্রি বাড়ছে, দর্শনার্থীদের ভীড় আরো বাড়তে শুরু করেছে। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে বউবাজার ক্রসিং ছাড়িয়ে চলে গেছে এই জনসমাগম ও দর্শনার্থীদের ভীড়। এমনকি বাহির পথ ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

 

যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com