কাজিপুরে গ্রীষ্মেকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ৮, ২০২৪

কাজিপুরে গ্রীষ্মেকালীন ক্রীড়া প্রতিযোগিতা পুরুস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত মোঃ পলাশ শেখ, সিরাজগঞ্জ প্রতিনিধি:  

সিরাজগঞ্জের কাজিপুরে ৫১ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের গ্রীস্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৪-এর ফাইনাল খেলার পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৮ অক্টোবর) দুপুর বারোটায় উপজেলা জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত ফাইনাল প্রতিযোগিতায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার ভূমি সাবরিন আক্তার।

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিকের ব্যবস্খাপনায় এতে স্বাগতম ও সমাপনী বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চঞ্চল কুমার ভৌমিক। আরও বক্তব্য রাখেন উপজেলা একাডেমিক সুপার ভাইজার আতিকুর রহমান, আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক ওয়াহিদুজ্জামান মিনু, মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন বিয়াড়া নুরনবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম নুরুল ইসলাম, আরডি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষুদিরাম কুমার শাহা, সোনামুখি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) রেজাউল করিম, মেঘাই ই ইউ আই উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শফিকুল ইসলাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক মন্ডলী, সহকারী শিক্ষক (শারীরিক শিক্ষা)।

বিভিন্ন ইভেন্টে উপজেলার ৫৮ টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করেন। কাবাডি বালক দল বিজযী হয়েছে আলমপুর এন এম উচ্চ বিদ্যালয়, রানারআপ মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, কাবাডি বালিকা দল মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় বিজয়ী এবং রানার আপ বিয়াড়া নুরনবি উচ্চ বিদ্যালয়, দাবা মধ্যম বালক বিজয়ী মাইজবাড়ি দাখিল মাদ্রাসা, রানারআপ তারাকান্দি উচ্চ বিদ্যালয়, মধ্যম বালিকা বিজয়ী মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, রানারআপ বিয়াড়া নুরনবি উচ্চ বিদ্যালয়, দাবা বড় বালিকা বিজয়ী মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয়, রানারআপ আলমপুর এন এম উচ্চ বিদ্যালয়। এছাড়া সাঁতার প্রতিযোগিতায় মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় অধিকাংশ ক্ষেত্রেই বিজয়ী হয়েছে। পরে অতিথিবৃন্দ পুরস্কার বিতরণ করেন।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com