দিরাইয়ের বাংলা বাজারে আগুন – ৪ দোকান ভস্মীভূত

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: ফেব্রুয়ারি ২৬, ২০২৪

দিরাইয়ের বাংলা বাজারে আগুন – ৪ দোকান ভস্মীভূত সুনামগঞ্জ প্রতিনিধিঃ সুনামগঞ্জের দিরাই উপজেলা রফিনগর ইউনিয়নের বাংলাবাজারে ৪ দোকানের ১০ ব্যবসায়ীর দোকানে আগুন লেগে মালামালপুড়ে ছাই হয়ে গেছে। শনিবার (২৪ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ঘটিকায় বাংলাবাজার কৃষি ব্যাংকের পাশে এ অগ্নিকাণ্ড ঘটে। স্থানীয় সূত্র জানায়, রাত সাড়ে ৮টার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে একটি দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজনআগুন নিয়ন্ত্রণ আনতে চেষ্টা চলায় মুহূর্তে মধ্যে আগুনের লেলিহানে পাশে থাকা আরও তিনটি দোকানে আগুন ছড়িয়ে পড়লেকয়েকটি গ্যাসসিলিন্ডার ফেটে যায়। এসময় স্থানীয়রা দিরাই ফায়ার সার্ভিসে খবর দেন। ভারপ্রাপ্ত ষ্টেশন কর্মকর্তা মো.আবুল কালাম বলেন, অগ্নিকান্ডের খবর পেয়ে আমরা একটি ইউনিট ছুটে যাই। কিন্তু রাস্তার বেহালঅবস্থার কারনে আমরা পৌঁছাতে পারিনি। রফিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শৈলেন্দ্র কুমার তালুকদার জানান,খবর পেয়ে ঘটনার স্থলে যাই, স্থানীয়দের চেষ্টায়আগুন নিয়ন্ত্রণে আসলেও ততক্ষণে ক্ষতিগ্রস্তদের সব পুড়ে ছাই হয়ে যায়। এতে চারটি দোকানে দশজন ব্যবসায়ী ছিল, তারা হলেন মাষ্টার আলী, বিমল তালুকদার, তজুল হক, বদরুল আলম, নোমানমিয়া, নাজমুল, জাবেল, হাবিব, রফিক মিয়া,দিলীপ দাস। এরমধ্যে সার, বীজ, দুইটি গ্যাসর সিলেন্ডার দোকান, ভুসিমাল, দুইটিসিলভারের হাঁড়িপাতিলের দোকান, চাউলের দোকান, স্বর্ণের দোকান, ইলেকট্রনিক দোকান, কম্পিউটার ও ফ্লেক্সিলোড দোকানছিল। তিনি আরও বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতেপারে বলে ধারণা করা যায়। এতে তাদের প্রায় কোটিটাকার ক্ষয়ক্ষতি হতে পারে বলে জানিয়েছেন শৈলেন্দ্র কুমার তালুকদার। দিরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার ও সহকারী ভূমি কর্মকর্তা জনি রায় খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যান। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে থাকার

যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com