দৈনিক মুক্তি সমাচার এর সিনিয়র সহ বার্তা সম্পাদক আনজার শাহ বৈষম্য প্রতিরোধে শান্তি সম্মাননা পেলেন

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ৭, ২০২৪

দৈনিক মুক্তি সমাচার এর সিনিয়র সহ বার্তা সম্পাদক আনজার শাহ বৈষম্য প্রতিরোধে শান্তি সম্মাননা পেলেন স্টাফ রিপোর্টারঃ মোঃ হাবীবুল্লাহ,  

রাজধানীতে ২১ সেপ্টেম্বর বিশ্ব শান্তি দিবস পালনে ৩৫ বছর পূর্তিতে আনন্দ আয়োজন কর্মসূচি ঘোষণা করেছেন এশিয়া ছিন্নমূল মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশন,(সরকার অনুমোদিত নং- এস ১০২৮৮), বৈষম্য প্রতিরোধ ও কুমিল্লা ফেনী নোয়াখালী বন্যা কবলিত এলাকায় বিশেষ অবদান রাখাতে বিশ্ব শান্তি পুরুষ্কার প্রদানে পুরস্কার সম্মাননা পেলেন দৈনিক মুক্তি সমাচার এর সিনিয়র সহ বার্তা সম্পাদক সাংবাদিক আনজার শাহ।

মোঃ আনজার শাহ একজন শিক্ষক, কলামিস্ট ও মানবাধিকার কর্মী, তিনি কুমিল্লা জেলার অন্তর্গত বরুড়া থানার সোনাইমুড়ি পশ্চিম পদুয়ার পাড় গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। আনজার শাহ বলেন,মানুষকে ধর্মের ভিত্তিতে না, মানুষ হিসাবে দেখলে সমাজে হানাহানি সম্প্রদায়িকতা হ্রাস করে শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব।

তিনি আরো বলেন, নিরাপদ পৃথিবী আকাশ থেকে অবতীর্ণ হয় না,জমিন ফুড়েও বের করা যায় না। যদি এই পৃথিবীর বাসিন্দারা সৎ যোগ্য আদর্শবান হয়,তাহলে বিশ্বশান্তি নিরাপত্তা প্রতিষ্ঠিত হয়। সমাজের মানুষ হেদায়েতের আলোকিত হওয়ার পাশাপাশি বৈষম্য বিরোধী না হলে কোন সংস্কারে বিপ্লবী সাধিত হয় না। আল্লাহ তাআলা কোন সম্প্রদায়ের অবস্থা পরিবর্তন করেন না, যতক্ষণ না তারা নিজেদের অবস্থা পরিবর্তন করে। পৃথিবীকে আলোকিত করতে নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গড়ে তুলেন বৈষম্য বিমুখ একদল উজ্জল মানুষের কাফেলা,তারা এক সময় ছিল অন্ধকারে নিমজ্জিত কিন্তু রাসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহিস সাল্লাম এর ছোঁয়ায় হয়ে যান পৃথিবীর শ্রেষ্ঠ পথপ্রদর্শক। যাদের হাত ধরে বিশ্ব পেয়েছিল বৈষম্য মুক্ত এক সমাজ ব্যবস্থা।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com