পলাশবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ২, ২০২৪

পলাশবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত মোঃ উজ্জ্বল সরকার, গাইবান্ধা জেলা প্রতিনিধি:  

গাইবান্ধার পলাশবাড়ীতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে।পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে ২ অক্টোবর বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস ছামাদ মন্ডল,উপজেলা জামায়াতের আমির ও কিশোরগাড়ী ইউপি চেয়ারম্যান আবু বক্কর ছিদ্দিক, থানার অফিসার ইনচার্জ (ভার:) লাইছুর রহমান,পৌর বিএনপির সেক্রেটারি ও উপজেলা যুব দলের সভাপতি মোশফেকুর রহমান রিপন।  উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক দীলিপ চন্দ্র সাহা,সাংগঠনিক সম্পাদক সুবীর কুমারসহ ইউপি চেয়ারম্যানবৃন্দ, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক রাজনৈতিক পেশাজীবি ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় জানানো হয় এ বছর পলাশবাড়ী উপজেলায় ৫৮ টি পুজা মন্ডবে শারদীয় দুর্গাপূজা উদযাপিত হবে।প্রতিটি পুজামন্ডবে আনসার ও গ্রাম পুলিশের সদস্যরা দায়িত্ব পালন করার পাশাপাশি পুলিশের বেশ কয়েকটি মোবাইল টিম কাজ করবে বলে জানাযায়।গুরুত্বপূর্ণ ও অধিক গুরুত্বপূর্ণ পুজা মন্ডবে বিশেষ আইনশৃঙ্খলা ব্যবস্থা গ্রহণ করা হবে।এ ছাড়া ও মন্দিরগুলোত সিসি টিভি ক্যামেরার আওতায় থাকবে। আগামী ৯ অক্টোবর মহাষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হয়ে ১২ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শারদীয় দুর্গাপূজার সমাপ্তি ঘটবে।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com