চিরিরবন্দর থানা কর্তৃক আউলিয়াপুকুর হাইউল উলুম সিনিয়ার মাদ্রাসার দূর্নীতিবাজ অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে তদন্ত সম্পন্ন 

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ২, ২০২৪

চিরিরবন্দর থানা কর্তৃক আউলিয়াপুকুর হাইউল উলুম সিনিয়ার মাদ্রাসার দূর্নীতিবাজ অধ্যক্ষ ও সভাপতির বিরুদ্ধে তদন্ত সম্পন্ন  মো:মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধি:  

২ অক্টোবর বুধবার চিরিরবন্দর উপজেলার ৭নং আউলিয়াপুকুর ইউনিয়নের আউলিয়াপুকুর হাইউল উলুম সিনিয়ার মাদ্রাসার অধ্যক্ষ মোঃ আব্দুর রাজ্জাক ও মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এবং আউলিয়াপুকুর ইউপি চেয়ারম্যান হাসিবুল হাসান (হাসিম বাবুর) বিরুদ্ধে এলাকাবাসী জেলা দূর্নীতি দমন কমিশনসহ ১৫টি প্রতিষ্ঠানে দূর্নীতি ও অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে চিরিরবন্দর থানা কর্তৃপক্ষ তদন্ত করেন।

আউলিয়াপুকুর হাইউল উলুম সিনিয়ার মাদ্রাসার অভিভাবক, এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থীবৃন্দ উক্ত তদন্ত সভায় চিরিরবন্দর থানার এসআই মোঃ হেলালকে জানায় যে, মাদ্রাসার অধ্যক্ষ ও ম্যানেজিং কমিটির যোগসাজসে দীর্ঘদিন ধরে অনিয়ম দূর্নীতি করে নিজিদের ভাগ্য পরিবর্তন করলেও মাদ্রাসার কোনো উন্নয়ন হয়নি। এলাকাবাসী মোঃ মোকলেছুর রহমান, আব্দুর রাজ্জাক, নাসির উদ্দীন, নাজির খান, আব্দুর রউফ, নূর ইসলাম জানায়, মাদ্রাসার মেয়েরা নিরাপত্তাহীনতায় ভুগছে।

এ ব্যাপারে একজন অভিভাবক চিরিরবন্দর থানায় মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ তুলে সাধারণ ডায়েরী করেছে। এছাড়া প্রিন্সিপ্যাল ও সভাপতি নিয়োগ বানিজ্য, মাদ্রাসার সম্পদ হতে আয়, মাদ্রাসার গাছ কর্তন, সরকারী অনুদান কোনো কিছুর হিসাব না দিয়ে কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে বলে অভিযোগ করলে থানা হতে আগত তদন্তকারী অফিসার এসআই হেলাল এলাকাবাসীকে আশ্বাস দিয়ে বলেন, অবিলম্বে তদন্ত রিপোর্ট প্রকাশ করা হবে। রিপোর্ট না দেওয়া পর্যন্ত আপনারা সুশৃঙ্খলভাবে মাদ্রাসা দেখাশুনা বা শিক্ষার্থীদের পড়াশুনার কাজে সহযোগিতা করেন। উল্লেখ্য, মাদ্রাসার অধ্যক্ষ অবৈধ ছুটির অজুহাতে পালিয়ে বেড়াচ্ছেন। এ ব্যাপারে তাকে অপসারন করার জন্য ইতিমধ্যে শিক্ষার্থীরা মানববন্ধন সহ বিভিন্ন ধরনের আন্দোলন চালিয়ে আসছে।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com