দিনাজপুরে শারদীয় দুর্গোৎসবে সাম্প্রদায়িক বন্ধন জোরদারের লক্ষে মহিলা পরিষদের মানববন্ধন

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ২, ২০২৪

দিনাজপুরে শারদীয়  দুর্গোৎসবে সাম্প্রদায়িক বন্ধন জোরদারের লক্ষে মহিলা পরিষদের মানববন্ধন মেহেদী হাসান ফুয়াদ, দিনাজপুর জেলা প্রতিনিধি:  

‘সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখুন’ এই শ্লোগানকে সামনে রেখে আসন্ন শারদীয় দূর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ়, জোরদার করার লক্ষ্যে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে।

মঙ্গলবার (১ অক্টোবর ২০২৪) বিকেল সাড়ে ৩ টায় দিনাজপুর প্রেসক্লাবের সম্মুখ সড়কে বাংলাদেশ মহিলা পরিষদ দিনাজপুর জেলা শাখার আয়োজনে বাংলাদেশ মহিলা পরিষদ কেন্দ্রীয় কর্মসূচীর আওতায় সারাদেশে একদিনে এক সময় আসন্ন শারদীয় দূর্গোৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন আরও দৃঢ়, জোরদার করার লক্ষ্যে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন মহিলা পরিষদ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ও দিনাজপুর জেলা শাখার সম্মানিত সদস্য কানিজ রহমান, মহিলা পরিষদ জেলা কমিটির সহ-সভাপতি অর্চনা অধিকারী, মিনতি ঘোষ, মনোয়ারা সানু, সাধারণ সম্পাদক রুবিনা আক্তার, লিগ্যাল এইড সম্পাদক গৌরী চক্রবর্তী, প্রচার সম্পাদক শুক্লা কুন্ডু, সনাক টিআইবি’র জেলা সভাপতি হাবিবুল ইসলাম, নাট্য সমিতির সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, রবীন্দ্র সম্মিলন পরিষদের সভাপতি রবিউল আউয়াল খোকা, সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহবায়ক তারেকুজ্জামান তারেক, কবি হিরা লাল, বাসুদেব শীল, মহিলা পরিষদের সম্মানিত সদস্য জেসমিন আরা, মিনতি এক্কা প্রমুখ।

মানববন্ধন কর্মসূচীতে বক্তারা বলেন, মহান স্বাধীনতা যুদ্ধে সব ধর্মের মানুষ এক সাথে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল বলেই আজ এ দেশ স্বাধীন হয়েছে। তবে কেন আমরা স্বাধীনভাবে নিজ নিজ ধর্ম পালন করতে পারব না? প্রতি বছর দূর্গাপুজার সময় মূর্তি ভাঙ্গা, সাম্প্রদায়িক বিশৃঙ্খলা বাঁধিয়ে সম্প্রীতি নষ্ট করে চলেছে একটি কুচক্রি মহল। আমরা প্রশাসনের কাছে জোর দাবী জানাচ্ছি আসন্ন দূর্গা উৎসবে কোনো প্রকার সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট না হয়। যারা এসব কর্মকান্ডে জড়িত থাকবে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যুগ যুগ ধরে গড়ে উঠা সম্প্রীতির বন্ধন আরও দৃঢ়-জোরদার হউক এটাই আমাদের কামনা। সেই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে অথবা অন্য যে কোন মাধ্যমে কেউ যাতে বিভ্রান্তমূলক তথ্য প্রচার করতে না পারে সে ব্যাপারে প্রশাসনকে সজাগ থাকতে হবে।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com