কবিতা- বিদেশ

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: অক্টোবর ১, ২০২৪

কবিতা- বিদেশ

লেখক- মোঃ জসিম মিয়াজী

 

রাত্রে আসি রাত্রে যাই পলিথিনে খাবার খাই, কাজে কাজে জীবন শেষ এর নাম যে বিদেশ, বাড়ির মানুষ মনে করে, আছি কত সুখে কি যে ব্যাথা জমে আছে, আমার পুড়া বুকে দুঃখ কষ্ট বুজার মত, আপন মানুষ নাই বাড়ি থেকে বলে শুধু, টাকা দেও পাঠাই অনেক কষ্টে আছি মাগো, ঝরে মাথার গাম অল্প টাকা রোজকার বলে, কেউ দেয়না দাম মাসের পর মাস কাজ করে যাই, বেতন পাইনা হাতে চিন্তায় চিন্তায় দিন কেটে যায়, গুম আসেনা রাত্রে কেমন করে দেশে আসবো, ভেবে পাইনা ঠাই কবিতাটা লিখিয়াছি আমি পড়বে আমার ভাই।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com