পুলিশের নজরদারীর মধ্য দিয়ে কেনাকাটা জমে উঠেছে কলকাতা সুপ্রাচীন মার্কেট, নিউ মার্কেট এলাকা

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: সেপ্টেম্বর ২৯, ২০২৪

পুলিশের নজরদারীর মধ্য দিয়ে কেনাকাটা জমে উঠেছে কলকাতা সুপ্রাচীন মার্কেট, নিউ মার্কেট এলাকা সমরেশ রায়,  কলকাতা প্রতিনিধি:  

আজ ২৯শে সেপ্টেম্বর রবিবার, যত পুজো আগে আসছে, মার্কেট গুলিতে জমে উঠেছে কেনাকাটার ভিড়, তেমনি আজ নিউমার্কেটে দম ফেলার জায়গা নাই, একদিকে চলছে পুলিশি নজরদারী, নদীকে কেনাকাটার ভিড়, জুতোর দোকান থেকে শুরু করে, জামা প্যান্ট ও সাজসজ্জার প্রতিটি দোকানে। দূরদূরান্ত থেকে মানুষ মার্কেটে ভীড় জমিয়েছেন, তার মধ্যে মাঝে মাঝে দেখা যাচ্ছে প্রশাসনের অফিসারেরা মার্কেটে ঘুরে বেড়াচ্ছেন, এমনকি পুলিশ ভলেন্টিয়াররা সাধারণ মানুষকে রাস্তা পারাপার করাতেই ব্যস্ত।

আর মাত্র হাতে গোনা কয়েকটা দিন বাকী, তারপর আজ রবিবার ছুটির দিন, সকাল থেকেই বেরিয়ে পড়েছে পুজোর কেনাকাটা করতে মার্কেটে, একদিকে যেমন মেট্রোতে ভিড় অন্যদিকে ভিড় জমিয়েছে প্রতিটি মার্কেটে, কেউ কেউ সঙ্গে নিয়ে এসেছেন তার ছেলেমেয়েদের, প্রচন্ড গরম ও বৃষ্টি বাধা মানে না ,তাদের কেনাকাটায়, শুধু কেনাকাটা ই নয়, কেউ কেউ মুখের স্বাদও পাল্টে নিচ্ছেন,

প্রশাসনের অফিসাররা যেমন সাধারণ মানুষকে সামলাতে হিমশিম খাচ্ছেন, তেমনি মাঝে মাঝে মাইকিং এ প্রচার করছেন, নিজেদের জিনিসপত্র যেন সাবধানে রাখেন, মোবাইল ফোন, মানিব্যাগ এবং জিনিসপত্র নিজেদের দায়িত্বের মধ্যে রাখার জন্য, এর জন্য একটি পুলিশ ক্যাম্প বসানো রয়েছে নিউমার্কেট সংলগ্ন এলাকায় , যেখানে মানুষের কিছু হারিয়ে গেলে বা কোন অসুবিধা হলে অভিযোগ জানাতে পারেন। প্রশাসনের অফিসারেরা সাধারণ মানুষকে বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন। আর সাথে সাথে সকলকে আগাম শারদীয়ার শুভেচ্ছা বার্তাও জানাচ্ছেন, পুজো ভালো কাটুক, আনন্দে কাটুক, রাস্তায় পরিবার-পরিজনদের নিয়ে সঠিক ভাবে ও সুষ্ঠুভাবে চলাফেরা করুন।

 

যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com