নাম না করে সুকান্ত মজুমদার দেবকে কটাক্ষ করলেন, সাংসদ খোঁজার প্রতিযোগিতা চলছে

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: সেপ্টেম্বর ২৯, ২০২৪

নাম না করে সুকান্ত মজুমদার দেবকে কটাক্ষ করলেন, সাংসদ খোঁজার প্রতিযোগিতা চলছে  সমরেশ রায়, কলকাতা প্রতিনিধি:  

আজ ২৯ সেপ্টেম্বর রবিবার, পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালে বন্যা বিধ্বস্ত মানুষদের ত্রাণ বিলি করতে এসে সুকান্ত মজুমদার দেবকে কটাক্ষ করলেন। তিনি বলেন বন্যা বিধ্বস্ত পশ্চিম মেদিনীপুরে বিস্তীর্ণ এলাকা- যার মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে ঘাটাল সাব ডিভিশন। একদিকে ঘাটাল অন্যদিকে জলমগ্ন রয়েছে তার অন্যতম বিধানসভার ডেবরা।

আজ রবিবার ডেবরা বিধানসভা এলাকার গোলগ্রাম, করন্দা, ত্রিলোচনপুর সহ অন্যান্য এলাকায় বানভাসি মানুষদের ত্রিপল ও শুকনো খাবার দিতে এলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাহার সাথে বানভাসি মানুষদের সাথে নিয়ে তিনি এলাকা পরিদর্শন করেন ও বনবাসী মানুষদের সাথে কথা বলেন। এরপর একে একে সবার হাতে ত্রিপল, পলিথিন তুলে দেন তাহার সাথে চিড়ে মুড়ি কেক বিস্কুটসহ অন্যান্য শুকনো খবরও তুলে দেন।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ঘাটাল সাংসদকে এলাকার মানুষ এখানে খুঁজেই পাচ্ছে না। এখানে চলছে এখন সাংসদ প্রতিযোগিতা। এই পরিস্থিতিতে আমরা এখানে বানভাসি মানুষদের ত্রিপল ও শুকনো খাবার দিতে এসেছি, বিজেপি নেতা জে পি নাড্ডা বার্তা দিয়েছেন, সাংগঠনিক সেবা, এই সাংগঠনিক সেবা এখানে আমাদের চলছে বিভিন্নভাবে ক্যাম্প করে। এরপর রাজ্যে এক আইএস অফিসারের স্ত্রী নির্যাতন প্রসঙ্গে প্রশ্ন করলে সুকান্ত মজুমদার বলেন, যেখানে একজন খোদ আইএস অফিসার স্ত্রী সুরক্ষিত নন, তাহলে সেখানে রাজ্যে সাধারন মহিলা কিভাবে রয়েছে তা আপনারা বুঝতেই পারছেন। যদিও এই ঘটনায় ইনকোয়ারি চলছে বলে তিনি মন্তব্য করেছেন।

ভিন্ন ভিন্ন মেডিকেল কলেজের স্টাইক নিয়ে প্রশ্ন করলে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ডাক্তারদের ডিমান্ড পূরণ না হলে তারা তো আন্দোলনে যাবে, এখনো আর জি করের বিচার শেষ হয়নি। তাই তারা তাদের দাবি দাওয়া নিয়ে অবরোধ আন্দোলনে নামছে, পশ্চিমবঙ্গ সরকারকে অবিলম্বে ডাক্তারদের দাবিদাওয়া মেনে নেওয়া উচিত, পাশাপাশি রাজ্যজুড়ে নারী নিরাপত্তার বিষয়টিকেও সরকারকে সুনিশ্চিত করতে হবে বলে জানান।

 

যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com