অভয়ার সাথে রাজপথে, তিলো তোমার বিচার চাই, এই স্লোগানকে সামনে রেখে- মহা মিছিল

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: সেপ্টেম্বর ২৯, ২০২৪

অভয়ার সাথে রাজপথে, তিলো তোমার বিচার চাই, এই স্লোগানকে সামনে রেখে- মহা মিছিল সমরেশ রায়, কলকাতা প্রতিনিধি:   

বিকেল তিনটায়, আর জি করের ঘটনাকে সামনে রেখে, তিলোত্তমার বিচারের দাবিতে, কলেজ স্কোয়ার, ক্যালকাটা ইউনিভার্সিটি সামনে জমায়েত হয়, বেশ কিছু নাগরিক ।

বিকেল চারটে নাগাদ, ক্যালকাটা ইউনিভার্সিটি সামনে থেকে পুজোকে কেন্দ্র করে একটি ব্যানার কে সামনে রেখে মহা মিছিল সহকারে এবং স্লোগানের মধ্য দিয়ে শ্যাম বাজার পাঁচ মাথার সামনে হাজির হয়, এবং কিছুক্ষণ সেখানে স্লোগান চলতে থাকে, অভয়ার বিচারের দাবিতে তিলোত্তমার বিচারের দাবিতে এবং তার দিদির নিশংস খুনের বিচারের দাবিতে দোষীদের শাস্তিও ফাঁসির দাবিতে।

শ্যামবাজার পাঁচ মাথার সামনে একটি পথনাটিকা তুলে ধরেন, সমাজে কিভাবে ঘৃণ্যতর অপরাধ ঘটে চলেছে, কেন দোষীদের শাস্তি হচ্ছে না, দোষীরা কিভাবে ছাড়া পেয়ে যাচ্ছে, অগণিত পথ চলতি মানুষ ও দর্শকদের সামনে তুলে ধরেন, সকলের একটাই দাবি অবিলম্বে দোষীদের শাস্তি হোক, সাজা হোক, সুবিচার চাই, যতদিন না দোষীরা শাস্তি পাবে, এই আন্দোলন থামে না এ আন্দোলন চলতে থাকবে ।

তাই এই মহামি ছেলের মধ্য দিয়ে দুটি ক্যাপশন তুলে ধরেছেন, উৎসবে আন্দোলন, আন্দোলনই উৎসব। যতদিন না সম্পূর্ণ বিচার, উৎসব হোক প্রতিবাদের। তাই আমরা আজ সবাই অভয়ার বিচারের জন্য রাজপথে নেমেছি।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com