জলঢাকায় পৌর মেয়র প্রার্থী ফজলুল হকের ব্যক্তিগত তহবিল থেকে বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: ফেব্রুয়ারি ২৪, ২০২৪

জলঢাকায় পৌর মেয়র প্রার্থী ফজলুল হকের ব্যক্তিগত তহবিল থেকে বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত   রবিউল ইসলাম রাজ, বিশেষ প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকায় কৃষক সংগ্রাম পরিষদের উদ্যোগে পৌর মেয়র প্রার্থী ফজলুল হকের ব্যক্তিগত তহবিল থেকে বৃক্ষ রোপন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৪ফেব্রুয়ারী শুক্রবার বিকেলে পৌরসভার ৯ নং ওয়ার্ডের মধ্য কাজীরহাটে অনুষ্ঠানটি হয়। অনুষ্ঠানে বাংলাদেশ তাঁতীলীগ ও কৃষক সংগ্রাম পরিষদের সভাপতি হাসানুর রহমান হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধা এম মনছুর আলী। অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন স্বাস্থ্য বিভাগের সাবেক কর্মকর্তা ও জলঢাকা পৌরসভার মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ফজলুল হক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা মৎসজীবী লীগের আহবায়ক কুলো চন্দ্র রায়,উপজেলা তাঁতী লীগের সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান শামীম,সমাজ সেবক রোস্তম আলী,অবসরপ্রাপ্ত শিক্ষক আনিছুর রহমান মাস্টার,আওয়ামীলীগ নেতা আব্দুর রহমান,সমাজ সেবক মতিয়ার রহমান,সমাজ সেবক সমসের আলী,সমাজ সেবক লোকমান আলী প্রমূখ। প্রধান বক্তা মেয়র প্রার্থী ফজলুল হক বলেন,আমি আপনাদের এলাকার সন্তান। আমার বেড়ে উঠা এই পৌরসভায়। আমার কর্মময় জীবনে চাকরি সুবাদে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় ঘুরে ফিরে অবসর নিয়ে আবারও আমার প্রিয় জন্মভূমি জলঢাকা পৌরসভায় সেবা দেয়ার জন্য এসেছি। আমার ইচ্ছে আজীবন মানুষের সেবা করেই যাবো। তাইতো আসন্ন পৌরসভার উপ নির্বাচনে মেয়র প্রার্থী হিসেবে আপনাদের দোয়া ও সমর্থন কামনা করছি। আপনারা যদি আমাকে আপনাদের মূল্যবান ভোট দিয়ে মেয়র নির্বাচিত করতে পারেন তাহলে আমি আপনাদের গোলাম হয়ে সেবা করবো। এমনকী কোন দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারবে না,ইনশাআল্লাহ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর তাঁতীলীগের সহ-সভাপতি লেলিনুর রহমান লেলিন


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com