যদি কখনো হারিয়ে যাই

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: সেপ্টেম্বর ২৮, ২০২৪

যদি কখনো হারিয়ে যাই

লেখক- কে এম মানিক, 

 

যদি কখনো হারিয়ে যাই তোমার জীবন থেকে, হয়তো তোমার কষ্ট হবে সুখে নিদ্রা যেতে। কষ্ট করে চেষ্টা করো না হয় আমার ভুলে যেতে, কত সময় রাগ করেছি তোমার সঙ্গ পেতে।

যদি কখনো হারিয়ে যাই এই সুন্দর ভূবন থেকে, আমার কথা ভেবে ফেলো না দুফোঁটা চোখের জল তবে। খুঁজো না তুমি দিশেহারা হয়ে আমায়, খুঁজে নি নতুন করে মনের মত সঙ্গী কাউকে করে ।

যদি কখন তোমার স্বপ্ন কিংবা কল্পনাতে আসি, দুঃস্বপ্ন ভেবে তোমার দীর্ঘস্বাসে উড়িয়ে দিও তবে। যদি কখনো স্মৃতি পাতায় খুঁজে পাও আমার, পৃষ্ঠাগুলো ছিঁড়ে ফেলে দিও গঙ্গা নদীর তীরে।

যদি কখনো সুখের সন্ধান না পাও জীবনে, তবে চলে এসে সেই পুরনো ঠিকানায়। সাদা শাড়ী পরে বিধবার সাজে, হয়তো কিছুটা সুখ পাবে কান্না করা শেষে।

যদি কখনো জানতে চাও কেমন আছি পরপারে, একমুষ্টি মাটি নিও কবর থেকে তুলে। মাটির ঘ্রাণে বুঝতে পারবে আছি দুঃখে কিবা সুখে। তোমার জন্য তখনও ঝরবে চোখ পরপারে বসে।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com