কবিতা- মায়া

Daily Mukti Samachar - দৈনিক মুক্তি সমাচার: সেপ্টেম্বর ২৮, ২০২৪

কবিতা- মায়া লেখক: ইছমুন আক্তার  

জীবনের সবচেয়ে বড় ব্যর্থতা ভুল মানুষের প্রতি মায়া, মায়ায় জড়িয়ে চলে যাওয়া কিছু কিছু মানুষের খেলা।

তুমি এসেছিলে আমার জীবনে ভুল মানুষ রূপে, নিজেই আমাকে মায়ায় জড়িয়ে হঠাৎ কেনই বা চলে গেলে?

কি দোষ করেছি আমি নিজের মুখে বলে দিতে তুমি, কেড়ে নিয়ে আমার সব শান্তি কেন দিচ্ছো এত বড় শাস্তি?

তুমি আকাশের চাঁদকে পেয়েছো খুঁজে সেই চাঁদকে ধোঁকা দিয়ে, গিয়েছো তুমি তারার কাছে চাঁদকে এতো সহজে হারিয়ে ফেললে।

আমি এটা কখনো ভাবি নি আমায় ছেড়ে এখন তুমি, অন্য একজনের সঙ্গী তোমার সঙ্গী হয়েছে আমার বান্ধবী।

হয়নি পূরণ আমার স্বপ্নগুলা মনে আছে তোমার কিছু কথা, জীবনে আমার কষ্ট একটা সে তো তোমার প্রতি মায়া।


যোগাযোগ: হয়বতপুর, নাটোর।
ই-মেইল: dailymuktisamachar@gmail.com